ঢাকা: টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে কোপা আমেরিকার ৪৪তম আসর থেকে বাদ পড়লো ফেভারিট ব্রাজিল। শিরোপা প্রত্যাশি সেলেকাওরা খেলার প্রথমার্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পরাজয়ের মুখ দেখলো।
শনিবারে স্তেদিও স্তার রোয়াতে ম্যাচের ১৫ মিনিটেই স্ট্রাইকার রবিনহোর কল্যাণে লিড পায় কোপা আসরের আটবারের চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে ডারলিস গঞ্জালেজ পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন। পরে নির্ধারিত সময়ে কোন গোল না হলে পেনাল্টি শুট আউটে ৪-৩ ব্যবধানে সেলেকাওদের কাঁদিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে গতবারের রানারআপরা।
ব্রাজিলের বিদায়ে কোচ জানিয়েছেন, পুরো ব্রাজিল ক্যাম্পে অসুস্থতা নেমে এসেছিল। তিনি আরো জানান, অনুশীলনে তার ছেলেরা অতিমাত্রায় চাপ নিয়েছে। তবে এটি হারের কারণ এমনটি মানতে চান না তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দুঙ্গা বলেন, ‘আমি কোন অছিলা দেখাতে চাইনা। তবে এই সপ্তাহে আমাদের ১৫জন ফুটবলার ভাইরাসে আক্রান্ত হয়েছিল। আমাদের অনুশীলন ছোট করতে হয়েছিল’
তিনি আরো বলেন, ‘খেলোয়াড়রা প্রচুর মাথা ব্যথা ও অসুস্থতায় ভুগছিল। আমরা অনুশীলন সংক্ষিপ্ত করে ফুটবলারদের সুস্থ করার কাজে লেগেছিলাম। কয়েকজন বমি করছিল। ম্যাচের প্রথমার্ধে উইলিয়ান সুস্থ বোধ করছিল না। আর রবিনহো শেষের দিকে খারাপ অনুভব করছিল। ’
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এমএমএস