ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মিথ্যা সংবাদ বন্ধ করতে হবে: রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
মিথ্যা সংবাদ বন্ধ করতে হবে: রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো/ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৪-১৫ মৌসুমে কোন শিরোপাই জুটেনি স্প্যানিশ জায়ন্ট রিয়াল মাদ্রিদের কপালে। অন্যদিকে ভালো পারর্ফম করেও সমালোচনার শিকার হয়েছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

সেই সঙ্গে রিয়ালে তার ভবিষ্যত ও অখুশির ব্যাপারটি মিডিয়াতে তুলে ধরা হয়। তবে এসব খবরকে ‘মিথ্যা সংবাদ’ বলে জানিয়েছেন সিআর সেভেন।

গত মৌসুমের আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছিল ৩০ বছরের এ তারকা তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাবেন। আরো জানা যায় রাফায়েল বেনিতেজ নতুন কোচ হয়ে আসায় রোনালদোর ভবিষ্যত ‍আবারো প্রশ্নবিদ্ধ।

এদিকে মৌসুম শেষে বরখাস্ত হওয়া কোচ কার্লোস আনচেলত্তির প্রতি টুইটারে সম্মান প্রদর্শন করা রোনালদো জানিয়েছেন, স্পেনে তিনি ভালো আছেন।

এক সাক্ষাতকারে রোনালদো বলেন, ‘গত কয়েক সপ্তাহ আমি প্রেসের সামনে কোন কথা বলিনি। তবে আমি আজ বলতে চাই, মিডিয়াতে আমার সম্পর্কে যা লেখা হচ্ছে, তাতে আমার আর রিয়াল মাদ্রিদের মাঝে দ্বন্দ্ব বাড়ানোড় চেষ্টা করা হচ্ছে। ’

তিনি ‍আরো বলেন, ‘আমি এ ক্লাবে ভালো আছি আর আগামী মৌসুমে ভালো করার ব্যাপারে ‍আশাবাদী। আমি আবারো বলতে চাই, বিশ্বের সেরা একটি ক্লাবে খেলছি। আর সেরা ক্লাবের হয়ে আমি আবারো শিরোপা জিততে চাই। ’

পর্তুগিজ অধিনায়ক আরো যোগ করেন, ‘ছুটির দিন আমি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলি না। আর মিথ্যা সংবাদ ‍অবশ্যই বন্ধ করতে হবে এবং আমি শান্তিতে থাকতে চাই। রিয়াল ও আমার সম্পর্ক দারুণ। ’

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।