ঢাকা: কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার চলতি আসরে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। খেলার নির্ধারিত সময় গোলশূন্য থাকায় পেনাল্টিতে ৫-৪ ব্যবধানে জয় পায় আলবেসেলিস্তারা।
১৫ বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন লিওনেল মেসিরা। কলম্বিয়ার বিপক্ষে জয়ের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ভিনা দেল মারেতে অনুশীলনে নেমে পড়েন দলের ফুটবলাররা। কঠোর পরিশ্রম করেন কোয়ার্টার ফাইনালে দলের হয়ে জয় সূচক গোল করা কার্লোস তেভেজকে।
ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা দল থেকে বাদ পড়েছিলেন তেভেজ। তবে আলেহান্দ্র সাবেলার কোচ থেকে সরে দাঁড়ানোর পর নতুন কোচ জেরার্ডো মার্টিনো তেভেজকে দলে সুযোগ করে দেন। আর মার্টিনোর আস্থার প্রতিদান দিয়ে দলের হয়ে দারুণ খেলে চলেছেন জুভেন্টাস থেকে বোকা জুনিয়র্সে নাম লেখানো এ স্ট্রাইকার।
বড় দলগুলোকে ঘায়েল করার সামর্থ থাকা প্যারাগুয়ে গত কোপা আসরের ফাইনালেও খেলেছে। এদিকে আর্জেন্টিনার অনুশীলন দেখে বোঝা যাচ্ছে দু’বারের চ্যাম্পিয়ন প্যারাগুয়েকে হালকা ভাবে নিচ্ছে না মার্টিনোর শিষ্যরা।
আর এবারের কোয়ার্টার ফাইনালে ফেভারিট ব্রাজিলকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমি নিশ্চিত করেছে প্যারাগুয়ে। তবে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা চাইবে ১৫তম শিরোপা জিতে উরুগুয়ের সঙ্গে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ডে ভাগ বসাতে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এমএমএস