ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শীর্ষে ফাহাদ, ভালো অবস্থানে শাকিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
শীর্ষে ফাহাদ, ভালো অবস্থানে শাকিল

ঢাকা: ভারতের কোলকাতা শহরের গোর্কি সদনে অনুষ্ঠানরত ২৫তম টেলিগ্রাফ স্কুলস দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা শেষে তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান পূর্ণ চার পয়েন্ট নিয়ে ১৬ জনের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

নুশরাত জাহান নাফিসা ও আশাবাবুর রহমান তাইফ আড়াই পয়েন্ট করে পেয়েছেন।

রোববার (০৫ জুলাই) অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের দিপাঞ্জন চৌধুরীকে, নাফিসা ভারতের তেজাস জৈনকে ও তাইফ ভারতের দিবাকর দাসকে পরাজিত করেন। বাংলাদেশ, নেপাল, ভারত ও যুক্তরাস্ট্রের ৪০১ জন স্কুল ছাত্র-ছাত্রী এ ইভেন্টে অংশ নিয়েছেন।

এদিকে, আমেরিকার ভার্জিনিয়ার আর্লিটনে অনুষ্ঠানরত ওয়ার্ল্ড ওপেন দাবার সপ্তম রাউন্ডের খেলা শেষে ঢাকা মোহামেডানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ৭ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়েছেন।

সপ্তম রাউন্ডের খেলায় শাকিল আমেরিকার অ্যারন বেলেইসেনকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ০৫ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।