ঢাকা: পঞ্চমবারের মতো ফিফা’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে পদত্যাগ করলেও ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন সেপ ব্ল্যাটার। রীতিমত গ্রেফতার আতঙ্কে রয়েছেন।
সম্প্রতি দুর্নীতির অভিযোগে ফিফার বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেফতার হন। ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই’র তদন্তের ভিত্তিতে এ ঘটনা ঘটে। এরপর তীব্র সমালোচনার মুখে পড়লেও ব্ল্যাটার ঠিকই প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু, কয়েকদিনের মধ্যেই তিনি এ পদ থেকে সরে দাঁড়ান।
এক সাক্ষাৎকারে ব্ল্যাটার বলেন, ‘আমেরিকার কর্তৃপক্ষের হেফাজতে যেতে আমার ভয় হয়। তাই কানাডায় নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অংশ নেওয়ার ঝুঁকি নিইনি। আমেরিকানরা আমার বিরুদ্ধে অভিযোগ আনলেও তার জন্য আমি চিন্তিত নই। কিন্তু আমাকে গ্রেফতার করলে জনমনে বিরুপ প্রভাব পড়বে। ’
তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না সব কিছুর সুষ্ঠু সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিদেশ ভ্রমণে যাব না। আমি আশঙ্কা করছি, সুইজারল্যান্ডের বাইরে গেলে আমাকে গেফতার করা হতে পারে। ’
ব্ল্যাটার উল্লেখ করেন, ‘আমি নিজের জন্য নয়, ফিফা’র স্বার্থেই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমার বিরুদ্ধে অনেক সমালোচনা হলেও তাতে কষ্ট পাইনি। মানুষ ফিফাকে ধ্বংস করতে চাইছে ভেবে আমি ভীত। সবাই আতঙ্কিত। যেমনটি মৃত্যুর আগে হয়। ফিফার প্রেসিডেন্ট হিসেবে স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি। তাই এ দিকটি নিয়ে আমি মোটেই ভীত নই। ’
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
আরএম/