ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ম্যাচ কমিশনারকে শোকজ করলো বাফুফে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
ম্যাচ কমিশনারকে শোকজ করলো বাফুফে

ঢাকা: গত শুক্রবার (৩ জুলাই) মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ৩-১ গোলে পরাজিত হয় ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচের প্রথমার্ধ শেষে বিরতির সময় মাঠে মোবাইল ব্যবহার করেন ব্রাদার্সের ম্যানেজার আমের খান।

কিন্তু বিষয়টি জানার পরও ঐ দিন ম্যাচ কমিশনার জহুরুল হক তার রিপোর্টে এ সংক্রান্ত কিছু উল্লেখ করেননি। ফলে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ও ব্রাদার্সের মধ্যকার ম্যাচটিতে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল রাসেল। ঐ ম্যাচের বিরতির সময় মাঠে উপস্থিত ব্রাদার্সের ম্যানেজার আমের খানকে তার মোবাইল কথা বলতে দেখা যায়। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বাইলজ অনুযায়ী এটি অবৈধ।

কারণ বাইলজ নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন সময়ে মাঠে উপস্থিত কোন ক্লাবের সংশ্লিষ্ট কোন কর্তা মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না। যদি নিয়েও যান তবে সেটি ব্যবহার করতে পারবেন না। কিন্তু সেটিই করেছেন ব্রাদার্স ম্যানেজার।

ঐ দিন আমের খানকে মাঠে মোবাইল ব্যবহার করতে দেখেছেন প্রেসবক্সে উপস্থিত সাংবাদিকরাও। তাদের অনেকেই ম্যাচ কমিশনার জহিরুল হককে বিষয়টি জানান। এ বিষয়টি ম্যাচ কমিশনার জহুরুল হক জেনেও তা রিপোর্টে উল্লেখ করেনি। ফলে তাকে ৯ জুলাইয়ের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাফুফে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ৬ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।