ঢাকা: রিয়াল মার্দিদের হয়ে ২০২০ সালের জন্য চুক্তির মেয়াদ বাড়লো ডিফেন্ডার মার্সেলোর। ব্রাজিলের এ তারকার সান্থিয়াগো বার্নাব্যুতে আগের চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত মেয়াদ ছিল।
মার্সেলো ২০০৭ সালের জানুয়ারীতে ফ্লুমিনেসের থেকে রিয়ালে পাড়ি দিযেছিলেন। তবে স্প্যানিশ জায়ান্ট দলে যোগ দেওয়ার পর থেকেই লস ব্লাঙ্কসদের সেরা লেফট ব্যাক হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।
২৭ বছরের এ তারকা তার সময়ে গ্যালাকটিকোদের হয়ে তিনটি লা লিগা শিরোপা জিতেছিল। কিন্তু ২০১৪ সালে দলের দশম চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মার্দিদের বিপক্ষে একটি গোল করেছিলেন মার্সেলো।
এদিকে কাঁধের ইনজুরির কারণে সম্প্রতি ব্রাজিলের হয়ে কোপা আমেরিকায় বাদ পড়েছিলেন মার্সেলো। তবে মার্দিদে দ্বিতীয় ফুটবলার হিসেবে ক্লাবের সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি সারলেন তিনি। চলতি সপ্তাহেই স্প্যানিশ ফুল ব্যাক দানি কারভাজালের চুক্তির মেয়াদ বেড়েছিল।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এমএমএস