ঢাকা: ২০১৮ ফুটবল বিশ্বকাপের আয়োজক রাশিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফ্যাবিও ক্যাপেলো। অফিসিয়াল বিবৃতির মাধ্যমে এমনটি নিশ্চিত করেছে রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফএস)।
২০১২ সালে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের (ইউরো) পর রাশিয়া ফুটবল দলের কোচের দায়িত্ব নেন ক্যাপেলো। তার অধীনে ২০১৪ বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নেয় রাশিয়ানরা। এ বছরের জানুয়ারিতে চুক্তি নবায়ন হওয়ায় রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত তার কোচের পদে থাকার কথা ছিল।
কিন্তু, ইউরো ২০১৬ বাছাইপর্বে রাশিয়ার বাজে পারফরম্যান্সের কারণে ক্যাপেলো ব্যাপক সমালোচনার সম্মুখীন হন। এর জের ধরেই শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেন।
রাশিয়ান ফুটবল ইউনিয়নের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই কোচের দায়িত্ব ছাড়েন ক্যাপেলো। তবে, ৬৯ বছর বয়সী এ রাশিয়ান কোচের স্থলাভিষিক্ত কে হবেন সে ব্যাপারে এখনো কিছু জানায়নি আরএফএস।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
আরএম