ঢাকা: দক্ষিণ আমেরিকান ফুটবলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার ৪৪তম আসরে আট বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে গতবারের রানার্সআপ প্যারাগুয়ে। রামোন ডিয়াজের শিষ্যদের সামনে সেমিতে মেসির আর্জেন্টিনা।
প্যারাগুয়ের কোচ ডিয়াজ গ্রুপপর্বের পর আবারো আর্জেন্টিনাকে সামনে পেয়েছেন। আলবিসেলেস্তেদের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগে প্যারাগুয়ের কোচ বললেন, বিশ্বফুটবলে আর্জেন্টিনা সেরা একটি দল। আমরা তাদের ভালো করেই জানি। তাই সময়টা মোটেও সহজ হবে না বলে মনে করছি। সেরা একটি দলের বিপক্ষে আমরা মাঠে নামতে যাচ্ছি।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল ডিয়াজ শিষ্যরা। তবে, ম্যাচের শেষ বাঁশি বাজার আগে লিওনেল মেসির দলকে চমকে দিয়ে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে প্যারাগুয়ে।
নিজেদের দল প্রসঙ্গে প্যারাগুয়ের এ সফল কোচ বলেন, এখানে আমার ছাত্ররা, কোচিং স্টাফ, পরিচালক আর দলের অন্য সকলে দারুণ খুশি। এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিটি মুহূর্তে আমাদের আত্মবিশ্বাসী থাকতে হবে।
গ্রুপপর্বে আর্জেন্টিনাকে রুখে দিয়ে চলতি আসরের শুরুতেই ডিয়াজ শিষ্যরা পেয়েছেন ‘জায়ান্ট কিলার’ খেতাব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়েকেও রুখে দেয় দলটি। আর সর্বশেষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে দিয়ে সেমিতে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে প্যারাগুয়ে।
এ প্রসঙ্গে ডিয়াজ বলেন, আমরা আর্জেন্টিনা, উরুগুয়ে আর ব্রাজিলের মতো ফেভারিট দলকে প্রতিহত করেছি। আপনাকে অবশ্যই এ তিনটি দলকে সম্মান করতে হবে। আমরা তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তিনটি শক্তিশালী দল আমাদের হারাতে পারেনি। দলের ভক্ত-সমর্থকদের আমার ছাত্ররা নিজেদের সক্ষমতা দেখিয়েছে।
কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে ব্রাজিল স্কোর করতে মরিয়া ছিল বলে জানান ডিয়াজ। তিনি যোগ করেন, সেলেকাওরা গোল করতে সর্বোচ্চ চেষ্টা করেছিল। কিন্তু মাঠে আমরা সমতায় ফেরার পর তাদের সে সুযোগ দেইনি। ভাগ্য আমাদের সহায় হয়েছে, তাই তাদের পেনাল্টি শুটআউটে আমরা হারাতে পেরেছি।
০১ জুলাই বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন প্যারাগুয়ে।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ২৮ জুন ২০১৫
এমআর