ঢাকা: নির্ধারিত সময়ের মাত্র তিন মিনিট আগে ব্রাজিল তারকা রবিনহোর বদলি হিসেবে মাঠে নামেন ডিফেন্ডার এভারটন রিবেইরো। সাইড বেঞ্চে বসে ট্রাইবেকারে দলের পরাজয় দেখেন ম্যাচের প্রথমার্ধে সেলেকাওদের হয়ে গোল করা রবিনহো।
ম্যাচ শেষে রবিনহো জানান, পেনাল্টি শুটআউটে অংশ নিতে মুখিয়ে ছিলেন তিনি। তবে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গার সিদ্ধান্তের কারণে তাকে মাঠ ছাড়তে হয়। এতেই নিজের হতাশা ব্যক্ত করেছেন ৩১ বছর বয়সী এ স্ট্রাইকার।
২০১১ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেও প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে আসর থেকে বিদায় নেয় ব্রাজিল। এবারও তার পুনরাবৃত্তি হয়েছে। ১-১ সমতায় ড্র হওয়া ম্যাচটি টাইব্রেকারে গড়ালে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হেরে সেমিতে উঠতে ব্যর্থ হয় আটবারের চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধের ১৫ মিনিটে রবিনহোর গোলেই লিড নেয় ব্রাজিল। কিন্তু, থিয়াগো সিলভার হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পেয়ে সমতায় ফেরে প্যারাগুয়ে। এরপর কোনো দলই আর গোলের দেখা পায়নি। কোপার এ আসরে নকআউট পর্বে অতিরিক্ত সময়ের নিয়ম না থাকায় খেলা গড়ায় সরাসরি টাইব্রেকারে। তাতেই সেলেকাওদের স্বপ্নভঙ্গ হয়।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘স্পর টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে রবিনহো বলেন, ‘আমি পেনাল্টি শুটআউটে দলের সঙ্গে থাকতে চেয়েছিলাম। কিন্তু, বদলি খেলোয়াড়ের জন্য মাঠ ছাড়তে হয়। হতাশ হলেও কোচের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। মাঠে থাকলে অবশ্যই পেনাল্টি শট নিতাম। ’
সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আরও বলেন, ‘প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি জেতা উচিৎ ছিল। গত আসরেও তাদের বিপক্ষে একইভাবে পরাজয় বরণ করতে হয়। সম্মান রেখেই বলছি, প্যারাগুয়ে সেরা জাতীয় দলগুলোর মধ্যে পড়ে না। দুঃখজনকভাবে দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্স ভেঙে পড়ে। কিন্তু, জয় নিয়ে মাঠ ছাড়ার সুযোগ ছিল। ’
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
আরএম