ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন। সম্প্রতি এমন গুঞ্জন তো আর কম হয়নি।
১৯৮৯-৯০ মৌসুমে রিয়ালের কোচের দায়িত্বে ছিলেন তোসেক। পরে ১৯৯৯ সালে দ্বিতীয় মেয়াদে তিনি গ্যালাকটিকোদের কোচ হন। সেবার অবশ্য মৌসুমের অর্ধেক না যেতেই ভিসেন্তে দেল বস্ক তার স্থলাভিষিক্ত হন।
বিবিসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে তোসেক বলেন, ‘আমার মতে, এক বা একাধিক মৌসুম পরে আমরা হয়তো দেখব বেলের আগে রোনালদোই মাদ্রিদ ছাড়বে। দু’বছর আগে বেলকে বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে মাদ্রিদ দলে ভিড়িয়েছে। তার বয়সও বেশি হয়নি। তাই সামনে ওর আরো ভালো করার সম্ভাবনা রয়েছে। ’
তোসেকের অধীনেই ওয়েলস জাতীয় দলে বেলের অভিষেক ঘটে। তাই শিষ্যকে তিনি খুব ভাল করেই চেনেন। তার মতে, ‘স্পেনে বেল এখনো নিজের সেরাটা দেখাতে পারেনি। আশা করছি, সে যে পজিশনে খেলতে ইচ্ছুক তাকে সে অনুযায়ী খেলার সুযোগ দেওয়া হলে আরো ভালো করবে। ’
ওয়েলস কোচ আরও বলেন, ‘বেল বাঁ প্রান্তে খেলে অভ্যস্ত। কিন্তু, মাদ্রিদ দলের এই পজিশনটিতে খেলছে রোনালদো। আমি মনে করি, এটিও বেলকে ভোগাচ্ছে। স্বাধীনভাবে খেলার সুযোগ দিলে তার কাছ থেকে সেরাটা বেরিয়ে আসবে। ’
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
আরএম