ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চিলিয়ান ডিফেন্ডার গঞ্জালো তিন ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
চিলিয়ান ডিফেন্ডার গঞ্জালো তিন ম্যাচ নিষিদ্ধ গঞ্জালো জারা / ছবি: সংগৃহীত

ঢাকা: পেরুর বিপক্ষে কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচের আগে একটা দুঃসংবাদই পেল স্বাগতিক চিলি। দলের ডিফেন্ডার গঞ্জালো জারাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।



উরুগুইয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (এইউএফ) অভিযোগের ভিত্তিকে গঞ্জালোকে কঠিন শাস্তির আওতায় আনে কনমেবলের ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল। কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানির সঙ্গে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়।

তিন ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি চিলিয়ান ডিফেন্ডারকে ৭,৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

এই টুর্নামেন্টে চিলি আরো দুই ম্যাচ খেলার সুযোগ পাবে। মঙ্গলবার (৩০ জুন) সেমিতে জিতলে ফাইনালে উঠবে সানচেজ-ভিদালরা। আর হেরে গেলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা বা প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা।

গঞ্জালোর তিন ম্যাচের নিষেধাজ্ঞা সেমিফাইনাল ম্যাচ থেকে কার্যকর হবে। এই শাস্তি ২০১৮ বিশ্বকাপের বাছাপর্বের ম্যাচেও অব্যাহত থাকবে। তাই ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার চিলির হয়ে কোপার পর বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।