ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসির নাম নিয়ে বাঁচলেন এক আর্জেন্টাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
মেসির নাম নিয়ে বাঁচলেন এক আর্জেন্টাইন ছবি: সংগৃহীত

ঢাকা: অপহরণকারীরাও তাহলে লিওনেল মেসির ভক্ত! আফ্রিকান দেশ নাইজেরিয়াতে মেসির নাম বলাতেই জানে বেঁচে গেছেন আর্জেন্টিনার ২৮ বছর বয়সী কৃষিতত্ত্ববিদ সান্তিয়াগো লোপেজ মেনেন্ডেজ।

নতুন জীবন পেয়ে এর জন্য স্বদেশী মেসির কাছে চিরঋণী থাকবেন বলে জানান মেনেন্ডেজ।



গত বছর থেকে নাইজেরিয়ার শহর কন্টাগোরাতে কৃষিবিষয়ক প্রকৌশলী হিসেবে কাজ করে আসছেন মেনেন্ডেজ। তিনি সয়াবীন ও ভূট্টার চাষ করতেন। এ সপ্তাহের শুরুতে তাকে অপহরণ করা হয়। তিনদিন বন্দী রেখে তার ওপর অমানবিক নির্যাতন চালায় অপহরণকারীরা।

ইংরেজী কম বলতে পারলেও মেনেন্ডেজ নিজেকে দক্ষিণ আমেরিকান হিসেবে প্রমাণের শত চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত নিদারুণ নির্যাতনে অতিষ্ঠ হয়ে ‘মেসি, মেসি, মেসি’ বলে কান্না করলে নির্যাতনকারীদের আগ্রাসন শান্ত হয়। মেসির নাম শুনেই অপহরণকারীরা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাহলে কি দস্যু, সন্ত্রাসী বা অপহরণকারীরাও মেসির বড় ভক্ত? নইলে কেনই বা তারা ক্ষান্ত হবেন!

পরে যে কোম্পানিতে মেনেন্ডেজ কাজ করেন সেখান থেকে মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করা হয়। তবে, মুক্তিপণ হিসেবে কি পরিমান অর্থ দেওয়া হয়েছে তা জানা যায়নি। মেনেন্ডেজ বর্তমানে সম্পূর্ণ নিরাপদে আছেন। খুব শিগগিরই তার নিজ দেশে ফেরার কথা রয়েছে।

অন্যদিকে, আর্জেন্টিনায় ফিরে মেনেন্ডেজের ভাই জর্জ বলেন, ‘আমার ভাই বলেছে সে মেসির প্রতি কৃতজ্ঞ। মেসির নাম উচ্চারণই তার জীবন বাঁচিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ‍জুন ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।