ঢাকা: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ফেভারিট ব্রাজিল। তবে নিজ দেশে ফেরা ব্যর্থ দলটির মুখে অবশ্য তেমন কোন ছাপ পাওয়া যায়নি।
কোপার ৪৪তম আসরে শেষ আটের লড়াইয়ে সেলেকাওরা টাইব্রেকারে প্যারাগুয়ের বিপক্ষে ৪-৩ ব্যবধানে হেরে আসর থেকে ছিটকে পড়ে। এ নিয়ে টানা দুই আসরে একই দলের কাছে টাইব্রেকারে হারলো সাম্বার দেশটি।
বিশ্বকাপের হতাশার পর ঘুরে দাঁড়ানো ব্রাজিল কোপা আসরে খারাপ খেলায় সমালোচকদের তোপের মুখে পড়েছে। দুঙ্গার কোচিং নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেন। তবে ভিন্ন চিত্র দেখা গেছে ব্রাজিলের বিমান বন্দরে। উৎসুক সমর্থকরা দলের ফুটবলার, কোচকে এক নজর দেখতে ব্যাপক ভিড় জমান।
সাও পাওলোয় এ সময় ভক্তদের সঙ্গে রবিনহো, ডেভিড লুইজ, উইলিয়ান ও কোচ দুঙ্গাকে ‘সেলফি’ তুলতে দেখা যায়।
দেশে ফিরে দুঙ্গা জানান, ব্রাজিল ফুটবল নিয়ে আমরা আরো চিন্তা করব। শুধুমাত্র মাঠের খেলায় না, মাঠের বাইরেও। কোপার আসর থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। বিশ্বকাপের বাছাইপর্বের আগে আমরা নিজেদের ভুলগুলো শুধরে নিতে পরিশ্রম করব।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এমএমএস