ঢাকা: মাত্র দুটি ম্যাচ জিতলেই কোপা আমেরিকার ১৫তম শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা। তবে সেমিফাইনালের লড়াইয়ে আলবেসেলিস্তাদের একরকম পরীক্ষার সামনেই পড়তে হচ্ছে।
বুধবার (০১ জুলাই) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় ম্যাচেটি সরাসরি টেলিভিশনের পর্দায় দেখা যাবে।
৪৪তম এ আসরের প্রথম থেকেই বিশ্বব্যাপী আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছিল সমর্থক ও বিশ্লেষকরা। তবে ল্যাটিন এ শক্তিশালী দেশটি সেমিফাইনালের আগে চার ম্যাচে মাত্র চারটি গোল করে ভক্তদের মন ভরাতে পারেনি। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে গোল করে রেকর্ডের পর রেকর্ড গড়া লিওনেল মেসি চার ম্যাচে করেছেন সবে একটি গোল।
কোপায় দু’বারের চ্যাম্পিয়ন প্যারাগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। সে ম্যাচে আর্জেন্টিনা শক্তিশালী দল হিসেবেই প্রথমার্ধ ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে অসাধারণ খেলে শেষ পর্যন্ত ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে রামোন ডিয়াজের শিষ্যরা।
এদিকে চারবারের বর্ষসেরা ফুটবলার মেসি অধিনায়ক হিসেবে বেশ চাপে থেকেই খেলেন বলে জানিয়েছেন, এবারের আসরের দারুণ ফর্মে থাকা সার্জিও আগুয়েরো। মেসিকে সমর্থন জানিয়ে ম্যানচেস্টার সিটির এ তারকা আরো জানান, মেসি সবসময়ই চেষ্টা করে গোল করতে।
এ আসরে আর্জেন্টিনার মত প্যারাগুয়েও এখন পর্যন্ত কোন ম্যাচে হারেনি। উল্টো শক্তিশালী উরুগুয়ে ও ব্রাজিলের মত দল প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। এছাড়া গত আসরের রানারআপ দলটির এবারও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলছে।
শেষ চারের এ ম্যাচে যে দলই জিতবে তাদের ফাইনালে খেলতে হবে ইতোমধ্যে পেরুকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা স্বাগতিক চিলির বিপক্ষে। কোপা আসরে এখন পর্যন্ত শিরোপা না জেতা চিলি পঞ্চমবারের মত ফাইনালে জায়গা করে নিয়েছে।
আর্জেন্টিনা নিজেদের সর্বশেষ পাঁচ খেলায় চার জয়ের বিপরীতে একটি ম্যাচে ড্র করেছে। অন্যদিকে প্যারাগুয়ে পাঁচ খেলায় না হারলেও জয় পেয়েছে দুটিতে আর ড্র করেছে তিনটিতে।
দু’দলের মুখোমুখি সাক্ষাতে অবশ্য মেসিরা অনেক এগিয়ে। এখন পর্যন্ত প্রতিবেশী দু’দেশ মোট ৯০বার পরস্পরের মুখোমুখি হয়েছে। যেখানে আর্জেন্টিনার ৪৭ জয়ের বিপরীতে প্যারাগুয়ে জিতেছে ১৪টিতে। বাকি ২৯টি ম্যাচ ড্র।
১৯৯৩ সালের পর বড় কোন শিরোপা ঘরে তুলতে পারেনি আর্জেন্টিনা। গত বিশ্বকাপের ফাইনালিস্টরা ২০০৭ সালে সর্বশেষ কোপার ফাইনালে খেলেছিল। ২২ বছরের শিরোপা ক্ষরা কাটাতে পারবে কিনা দলটি সেদিকেই তাকিয়ে আছে সমর্থকরা।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এমএমএস