ঢাকা: দ্বিতীয় মেয়াদে নেদারল্যান্ডস ফুটবল দলের দায়িত্ব নিয়ে খুব বেশিদূর যেতে পারেননি গাস হিডিঙ্ক। কোচ হওয়ার মাত্র ১০ মাস পর তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)।
গত বছর বিশ্বকাপের পর লুইস ফন গালের স্থলাভিষিক্ত হন হিডিঙ্ক। ফ্রান্সে অনুষ্ঠিতব্য ২০১৬ ইউরো পর্যন্ত তার ডাচদের কোচ থাকার কথা ছিল। কিন্তু, ইউরো বাছাইপর্বে দলের বাজে পারফরম্যান্সই হিডিঙ্কের জন্য কাল হয়ে দাঁড়ায়। গ্রুপ ‘এ’ তে ছয় ম্যাচের মধ্যে তিনটিতে জিতে তৃতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস।
হিডিঙ্কের অধীনে ১০টি ম্যাচ খেলে চারটি জয়ের বিপরীতি পাঁচটিতে হেরে যায় ডাচরা। এক ম্যাচ ড্র হয়।
ডাচ ফুটবলের গভর্নিং বডি এক বিবৃতিতে জানায়, ০১ জুলাই হিডিঙ্কের চুক্তি বাতিল হবে।
এক সাক্ষাৎকারে হিডিঙ্ক বলেন, ‘আমি খুবই দুঃখিত। দ্বিতীয় মেয়াদে কোচ হলেও আমার সময়টা খুব একটা ভালো যায়নি। জাতীয় দলের পারফরম্যান্স ভাল নয়। এভাবে চলে যাব ভাবিনি। তবে, নেদারল্যান্ডের কোচ হতে পারাটা সব সময়ই গর্বের বিষয়। পরবর্তী কোচের জন্য শুভকামনা রইলো। ’
ডাচদের সহকারী কোচ ড্যানি ব্লাইন্ড হিডিঙ্কের স্থলাভিষিক্ত হতে পারেন। তবে, তা এখনো নিশ্চিত নয়।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
আরএম