ঢাকা: নাগরিকত্ব প্রদানের মাধ্যমে বিদেশী ফুটবলাদের জাতীয় দলে খেলাতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এটি পুরনো খবরটি। নতুন খবর, বিদেশী ফুটবলারদের নাগরিকত্ব প্রদান ও বিভিন্ন বিষয়ে কথা বলতে বুধবার বাফুফে সাথে এক বৈঠকে বসছে তালিকায় থাকা তিন ফুটবলার মধ্যে দুই জন।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, ‘সবার সাথে এক সঙ্গে বসা সম্ভব হচ্ছে না। তাই বুধবার একজন পেলে তার সঙ্গে কথা বলব। এরমধ্যেই পাসপোর্ট ফটোকপিসহ আনুষ্ঠানিক কাগজপত্র গ্রহণ করা, পারিবারিক তথ্য এবং নাগরিকত্বের জন্য আবেদন ফরমে ইত্যাদি বিষয়ে বৈঠকে বসবো। এই ফুটবলারদের সাথে কথা বলার পরই নাগরিকত্বের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি আমরা। ’
তবে মোহামেডানে হয়ে খেলা গিনির ফুটবলার ইসমাইল বাঙ্গুরা এই বৈঠকে হয়তো নাও আসতে পারে। মঙ্গলবার এ সম্পর্কে নিশ্চিত কোন তথ্য দিতে পারেনি বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ শেষে মঙ্গলবার সকালে ঢাকায় এসেছে মোহামেডান।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ৩০ জুন ২০১৫
ইয়া/এমএমএস