ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

একাডেমির দল নিয়ে যত আপত্তি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
একাডেমির দল নিয়ে যত আপত্তি

ঢাকা: আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়বে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলা। এই লিগকে সামনে রেখে মধ্যবর্তী দলবদল চলবে আগামী ১ থেকে ১৬ আগস্ট পর্যন্ত।

লিগে নয়টি দলের খেলা নিশ্চিত হয়েছে। আর দশম দল হিসেবে খেলার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাডেমি দলের, কিন্তু তাতেই আপত্তি ৯ ক্লাবের।
 
বাফুফের ডেভেলপমেন্ট কমিটি চায় বাফুফে একাডেমির অনূর্ধ্ব-১৮ দলটিকে চ্যাম্পিয়নশিপ লিগ খেলুক। কিন্তু লিগ কমিটির সভায় চ্যাম্পিয়নশিপ লিগের অন্য নয়টি ক্লাব এতে দ্বিমত জানিয়েছে।

ক্লাবগুলোর যুক্তি এর ফলে পাতানো খেলা হবে! এখন বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য চ্যাম্পিয়নশিপ লিগে একাডেমি দলের খেলার বিষয়টি এখন নির্বাহী সভায় আলোচনা হবে।

চ্যাম্পিয়নশিপ লিগে ৯ দলের ৪টিই নবাগত।   দলগুলো হল- পুলিশ এ্যাথলেটিক ক্লাব, বাসাবো তরুণ সংঘ, মতিঝিল টি এ্যান্ড টি ক্লাব এবং ইয়ংমেন্স ফকিরাপুল ক্লাব। লিগের খেলা হবে পল্টন ময়দান মাঠ এবং কমলাপুর স্টেডিয়ামে।

তবে বাফুফে জানিয়েছে, চ্যাম্পিয়নশিপ লিগে রেলিগেশনের আওতায় এনেই একাডেমি দলকে খেলানো হবে।   

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ৩০ জুন ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।