ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ব্রাজিল স্কোয়াডকে দুষলেন রিভালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
ব্রাজিল স্কোয়াডকে দুষলেন রিভালদো ছবি: সংগৃহীত

ঢাকা: পরপর দুই আসরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই ব্রাজিলের বিদায়। এটি মেনে নিতে না পেরে ব্রাজিলিয়ান কিংবদন্তিরা স্বাভাবিকভাবেই সমালোচনায় লিপ্ত হন।

তারই ধারাবাহিকতায় সেলেকাওদের এমন পারফরম্যান্সের জন্য দুর্বল দল বাছাইকে দায়ী করেছেন রিভালদো।

এর আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ওপর ক্ষোভ ঝাড়েন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও। তিনি ব্রাজিলের বর্তমান অবস্থার জন্য সিবিএফ’র বর্তমান প্রেসিডেন্টসহ সংশ্লিষ্টদের দায়ী করেন।

অন্যদিকে, ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গার দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তোলেন রিভালদো। অ-মর্যাদাপূর্ণ লিগের থেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ দেওয়ায় তিনি দুঙ্গার তীব্র সমালোচনা করেন। বিশেষ করে দুবাইয়ের ক্লাবে খেলা এভারটন রিবেইরো ও চীনা ক্লাবের হয়ে খেলা দিয়েগো টারডেল্লিকে কোপা আমেরিকার স্কোয়াডে রাখায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে রিভালদো উল্লেখ করেন, ‘মঙ্গলবার (৩০ জুন) ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের ১৩ বছর পূর্ণ হয়েছে। ওই মুহূর্তটির কথা আমি কখনোই ভুলব না। তখনকার দলটা ছিল দুর্দান্ত ও ‍বিশ্বসেরা। আর এখন সে অবস্থাটা নেই। যে কেউই ব্রাজিল দলে সুযোগ পাচ্ছে। আমার মনে আছে, ২০০৬ বিশ্বকাপের সময় গ্রিসের ক্লাবে খেলার কারণে আমাকে দলে নেওয়া হয়নি। ’

সাবেক বিশ্বসেরা ফুটবলার আরও বলেন, ‘এ অবস্থা চলতে থাকলে ব্রাজিলের ফুটবলের ভবিষ্যৎ অন্ধকার এবং আগামী ত্রিশ বছরেও আমরা চ্যাম্পিয়ন হতে পারব না। আমরা কি ভালো খেলোয়াড় দলে আনতে পারি না? যদি না থাকে তাহলে আমরা আবারো লজ্জার সম্মুখীন হবো। ’

বিশ্বকাপ জয়ী রিভালদো উল্লেখ করেন, ‘আমি সাধারণত চুপচাপ থাকতে পছন্দ করি। কোনো কিছু বলতে চাই না। কিন্তু, এখন আর শান্ত থাকতে পারলাম না। কারণ, বর্তমানে দেশের ফুটবলের অবস্থা খুবই নাজুক। ’

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।