ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসি কি শুধুই বার্সার!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
মেসি কি শুধুই বার্সার! লিওনেল মেসি

ঢাকা: নিউজের হেডলাইনটা দেখে মেসি ভক্তরা ভ্রু-কুচকে ফেলতে পারেন। কিন্তু চোখ বড় বড় না করে একটু ভেবে দেখুন, মেসি আর্জেন্টিনার হয়ে বেশি দ্যুতি ছড়িয়েছেন, নাকি বার্সার হয়ে?  

একুট ভেবে দেখেন তো, আর্জেন্টিনার হয়ে বার্সা তারকা মেসি চলতি বছরে কোনো গোল করেছেন কি না? অন্যদিকে স্পেনের যে ক্লাবের হয়ে খেলে তিনি তারকা খ্যাতি পেয়েছেন সেখানে কত ম্যাচে কত গোল করেছেন গেল বছর?   

এসব পরিসংখ্যান নিশ্চয় ভক্তদের নখদর্পণে রয়েছে।

তবুও তুলে ধরতে চাই, গেল একবছরেরও বেশি সময় ধরে মেসি আর্জেন্টিনার হয়ে গোলখরায় ভুগছেন। মিনিটের হিসাবে দেখলে ৯৪৫ মিনিট মাঠে থেকেও কোনো গোল পাননি আর্জেন্টাইন এ বিস্ময়। শেষ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ খেলায় নাইজেরিয়ার বিপক্ষে দুটি গোল করেন মেসি। সেটি ছিল বিশ্বকাপের তার চতুর্থ গোল।

অন্যদিকে ২০১৪-১৫ মৌসুমে বার্সার হয়ে ৪৩ ম্যাচে ৫৬ গোল (লিগ-৪৩, চ্যাম্পিয়নস লিগ-১০ এবং কোপা দেল রে- ০৩)  করেছেন মেসি। খেলেছেন ৫ হাজার ১৬৯ মিনিট।

অবশ্য গত বছরের অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা ৭-০ গোলে জয় পেয়েছিল। ওই ম্যাচে মেসি দুটি গোল করেন। ওই দুটি গোল বাদ দিলে প্রায় ১৩০০ মিনিট মেসি গোলশূন্য ছিলেন। এরপর দলের হয়ে এক বছরে কোনো গোল পাননি মেসি (কোপা আমেরিকার শুরুর আগ পর্যন্ত)।
 
এটা একটা দলের যে কোনো স্ট্রাইকারের জন্য হতাশার। যদিও তার ক্লাব বার্সার হয়ে সমানে গোল করে যাচ্ছেন। গত সাত বছরে বার্সেলোনার হয়ে যতগুলো ম্যাচ খেলেছেন, গড়ে একটার বেশি গোল করেছেন এ তারকা। এ মৌসুমেও তাই। এজন্য ব্যালন ডি‘অর মুকুট পাওয়ার দৌড়ে বেশ এগিয়ে রয়েছেন তিনি।

কিন্তু প্রশ্ন হলো তার কাছ থেকে দল কি পেয়েছে? কোচ মার্তিনো কি পেয়েছেন? তিনিইবা দলকে কী দিতে পারছেন?। তারকা খেলোয়াড় গোল করবে এটাই প্রত্যাশা থাকে ভক্ত থেকে শুরু করে দলের  কর্তব্যক্তিদের।

বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা সেমিফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা ৬-১ গোলে জিতেছে। কিন্তু বার্সা তারকা লিওনেল মেসি এ ম্যাচেও গোলশূন্য। যদিও তার অ্যাসিস্ট থেকে ৩টি গোল হয়েছে এবং অন্য গোলটি তিনটিতেও তার অবদান রয়েছে। এটা হয়তো রেকর্ড বুকে উঠে যাবে, কিন্তু মেসির গোল না পাওয়াটা দলের এবং তার নিজের ওপরও বেশি প্রভাব ফেলবে।

অবশ্য এ বিষয়ে মুখ খুলেছেন মেসি। তিনি বলেছেন, গোল পাওয়া না পাওয়া নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। দল জিতেছে, আমরা পরিপূর্ণ খেলা খেলেছি, এটাই মুখ্য বিষয়।

আমরা সেটাই করেছি, যেটা গত ম্যাচে করা উচিত ছিল এবং একই প্লান নিয়ে খেলেছি। আমাদের ফাইনাল স্বপ্নপূরণ হয়েছে, এখন চ্যাম্পিয়ন হওয়ার পালা।

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার থেকেও মেসি ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ তার গোল পাওয়া। এমনটাই যদি হয় তাহলে অপেক্ষা করতে হবে ৪ জুলাই পর্যন্ত। ওইদিন গতবারের চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে মাঠে নামবে কোচ মার্তিনো শিষ্যরা।
 
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।