ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত তিন বিদেশি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত তিন বিদেশি সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের জার্সি পড়ে মাঠে খেলছে তিন বিদেশী ফুটবলার। হঠাৎ করে ভাবলে যেন কেমন লাগবে! তবে এটাই সত্যি বিশ্বের আরো অনেক দেশের মতো বাফুফের প্রচেষ্টায় লাল-সবুজের জার্সি গায়ে মাঠ মাতাতে প্রস্তুত তিন বিদেশী ফুটবলার।



বুধবার দুপুরে এই তিন বিদেশী ফুটবলার সামাদ ইউসুফ (ঘানা), ইসমাইল বাঙ্গুরা (গিনি) এবং এনকোচা কিংসলে চিগোজি (নাইজিরিয়া) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসেন। নাগরিকত্ব প্রদানের বিষয়ে বাফুফের কর্তাদের সাথে বৈঠক করেন তারা। আর বাফুফের পক্ষ থেকে ঐ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ন্যাশনাল টিম এক্সিকিউটিভ হাসান মাহমুদ এবং বাফুফের জনসংযোগ কর্মকর্তা আহসান আহমেদ অমিত।   

বৈঠক শেষে জানা গেল তিন ফুটবলার বাংলাদেশে তাদের নাগরিকত্বের আবেদনের বিষয় এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলতে আগ্রহ পোষণ করেছেন। আর ফিফার নিয়ম অনুযায়ী বিদেশী ফুটবলারদের কোন দেশের জাতীয় দলে খেলাতে হলে সে দেশের ঘরোয়া লিগে কমপক্ষে পাঁচ বছর খেলতে হবে। ডিফেন্ডার সামাদের ইতোমধ্যেই সে শর্ত পূরণ হয়ে গেছে। তিনি ঢাকা আবাহনীর হয়ে খেলছেন সাত বছর ধরে। আর অপর দুই বিদেশী শেখ রাসেলের নাইজিরিয়ান ফরোয়ার্ড কিংসলে এবং মোহামেডান স্পোর্টিংয়ের গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরার পাঁচ বছরের সময়সীমা পূরণ হবে আগামী সেপ্টেম্বরেই। তাই তাদের ফিফার বিধি মোতাবেক আর কোন বাধাই রইলো না।   

এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, ‘তারা যদি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলে, তাহলে তারা অনেক সুবিধা পাচ্ছে। সেই সাথে জাতীয় দলে খেলা দেশী ফুটবলারদের মতোই সমান সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। তারা এ শর্তে রাজী হয়েছে। তারা নাগরিকত্ব পাবার জন্য ফর্ম ফিলাপ করেছে। দুই-একদিনের মধ্যেই তারা নিজেদের পাসপোর্ট, ছবিসহ অন্যান্য সবকিছু জমা দেবে। তাদের আবেদনপত্র আমরা কিছুদিনের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাব। ’

তিনি আরো বলেন,‘আবেদন করলেই যে তিন বিদেশী ফুটবলার বাংলাদেশী নাগরিকত্ব পাবে তার কোন নিশ্চয়তা নেই। এই বিষয়টিও আমরা তাদের পরিস্কারভাবে জানিয়েছি এবং তারাও সেটা অনুধাবন করতে পেরেছে। এখন দেখা যাক, কতদিনে তাদের নাগরিকত্ব পাবার বিষয়টি কার্যকর হয়। ’

তবে যদি ছয় মাস সময় দরকার হয় তাহলে আগামী ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে ম্যাচে কিংসলে-সামাদ-বাঙ্গুরাদের খেলার সম্ভাবনা থাকবে না।

আর এই বিদেশীদের নাগরিকত্ব দেয়ার ফলে কি বাংলাদেশের উদিয়মান ফুটবলাররা জাতীয় দলে আসার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলবে না? ‘মোটেও নয়। বরং আরও সিরিয়াস হবে উঠবে। অবশ্যই তারা যোগ্যতা প্রমাণ দিয়েই জাতীয় দলে ঠাঁই পাবে। এছাড়া বিশ্বের অনেক দেশেই তো এভাবে বিদেশীদের নাগরিকত্ব দিয়ে খেলানো হচ্ছে। ’

তবে বাফুফের এ কার্যক্রম কতটা আলোর মুখ দেখে ও বাংলাদেশ ফুটবলে কতটা এগিয়ে যায় তাই দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ০১ জুলাই, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।