ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওয়ালটন রেটিং দাবায় শীর্ষে রাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
ওয়ালটন রেটিং দাবায় শীর্ষে রাকিব

ঢাকা: দেশের স্বনামধন্য ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষ হয়েছে।

বুধবার (০১ জুলাই) ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।



দশ জন খেলোয়াড় ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা হলেন জনতা ব্যাংকের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ ও মাহতাব উদ্দিন বরীন, তিতাসের গোলাম মোস্তফা ভঁইয়া, চট্টগ্রামের মুজিবুর রহমান, মতিউর রহমান মামুন, ময়মনসিংহের গোলাম রসুল ভূঁইয়া, ফায়ার-সার্ভিসের মোহাম্মদ এনায়েত হোসেন এবং রবিউল ভূঁইয়া।

দাবা কক্ষে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় রাকিব পরাগকে, ইমন উতেনকে, জাবেদ আব্দুল মোমিনকে, মোস্তফা মোহাম্মদ সিরাজুল কবীরকে, মুজিব আব্দুল্লাহ আল-সাইফকে, রবীন অভিক সরকারকে, মামুন ফিদে মাস্টার সাইফ উদ্দিনকে, রসুল আনিসুজ্জামান জুয়েলকে, এনায়েত অভিজিৎকে এবং রবিউল সাগরকে পরাজিত করেন।

আগামী বৃহস্পতিবার দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।
 
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
ইয়া/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।