ঢাকা: ইউরোপিয়ান গত মৌসুমে শেষ হতেই বিভিন্ন মিডিয়ায় খবর আসে জুভেন্টাস তারকা পল পগবাকে দলে ভেড়াচ্ছে বার্সেলোনা। ব্যাপারটি তেমনই হতে যাচ্ছিল, ফ্রেঞ্চ এ মিডফিল্ডারকে পেতে জুভিদের ৮০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে বার্সা।
বুধবার (০১ জুলাই) বার্সার ডিরেক্টর আরিয়েদু ব্রাইদা ও আরবার্টো সোলার, মারোত্তা ও স্পোর্টি ডিরেক্টর ফ্যাবিও প্যারাটিসির সঙ্গে সাক্ষাত করতে ইতালিতে ভ্রমণ করেন। আর সেই সাক্ষাতে পগবার জন্য প্রস্তাব করা হয়।
এ প্রসঙ্গে মারোত্তা বলেন, ‘বার্সেলোনা পগবার জন্য আমাদের কাছে ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছে। তবে আমরা তাকে ছাড়বো না। ’
এবারের মৌসুমে বার্সার প্রথম লক্ষ্য ছিল পগবাকে দলে ভেড়ানো। যদিও ২০১৬ সালের জানুয়ারী পর্যন্ত ট্রেবল জয়ী দলটির ফুটবলার দলে ভেড়ানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
আর মাত্র দুই সপ্তাহ পর ক্যাম্প ন্যু’র প্রেসিডেন্সিয়াল নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা বর্তমান প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ ও সাবেক প্রধান জন লাপোর্তাও চান ২০১৬-১৭ মৌসুমে পগবা বার্সার হয়ে খেলুক।
এদিকে সিরিআ লিগের দল জুভেন্টাস স্ট্রাইকার কার্লোস তেভেজকে হারিয়েছে। তিনি জন্মভূমির ক্লাব বোকা জুনিয়র্সে পাড়ি দিয়েছেন। অন্য দিকে অভিজ্ঞ ফুটবলার আন্দ্রে পিরলো নিউ ইয়র্ক সিটিতে যোগ দিয়েছেন। তাই পগবাকে রেখে দেয়ার ইচ্ছে রয়েছে জুভিদের। তবে ধারণা করা হচ্ছে ফ্রান্স তারকাকে দলে ভেড়াতে ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত প্রস্তাব করতে পারে বার্সা।
পগবা ২০১২ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে পাড়ি দিয়েছিলেন। আর বর্তমান সময়ে তিনি নিজেকে বিশ্ব ফুটবলের বড় মাপে নিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এমএমএস