ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দিল্লির কোচ হচ্ছেন রবার্তো কার্লোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
দিল্লির কোচ হচ্ছেন রবার্তো কার্লোস রবার্তো কার্লোস

ঢাকা: ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দ্বিতীয় আসরে দেখা যাবে ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসকে। তবে, খেলোয়াড় হিসেবে নয়, খেলোয়াড়দের গুরু হিসেবে আইএসএলের দিল্লি দলে যোগ দিচ্ছেন কার্লোস।



৩০ জুন পর্যন্ত আইএসএলের দ্বিতীয় আসরের ফ্রাঞ্চাইজিভিত্তিক দলগুলোর কোচ এবং বিদেশি ফুটবলারদের নাম ঘোষণার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল। ২৫ জুন কার্লোসের সঙ্গে দিল্লির দলটির চুক্তির পাকা কথা হয়। পরে গুজব উঠে যে, কার্লোস ভারতে আসছেন না। তবে, কার্লোসের এজেন্ট ও দিল্লি ডাইনামোস থেকে নিশ্চিত করা হয়েছে রিয়াল মাদ্রিদের সাবেক এ ফুটবলার কোচ হয়েই আসছেন ভারতে।

আইএসএলের প্রথম আসরে ডাচ কোচ হার্ম ভ্যান ভেলদোভেনের অধীনে দিল্লি পঞ্চম স্থান নিয়ে মৌসুম শেষ করে। এরপর দলটি কোনো কিংবদন্তি ফুটবলারকে খুঁজছিল। আর সেলেকাও তারকা কার্লোসকে দলে ভেড়াতে পেরে দারুণ খুশি ক্লাবটি।

৪২ বছর বয়সী কার্লোস ব্রাজিলের হয়ে খেলেছেন ১২৫টি ম্যাচ। বিভিন্ন ক্লাবের হয়ে মাঠে নেমেছেন ৮২০টি ম্যাচে। ২০১৩-১৪ মৌসুমে তুরস্কের ক্লাব সিভাসপোরের প্রধান কোচ ছিলেন। পরের মৌসুমে তুর্কিশ ক্লাব আখিশার এবং কাতারের ক্লাব আল-আরাবির কোচ হিসেবে নিযুক্ত হন কার্লোস।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ০২ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।