ঢাকা: অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিরান্ডা। ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইন্টারে যোগ দিলেও ত্রিশ বছর বয়সী এই সেন্টার ব্যাকের সঙ্গে কত বছরের চুক্তি হয়েছে তা জানা যায়নি।
সদ্যই কোপা আমেরিকায় ব্যর্থ মিশন শেষে দেশে ফেরে ব্রাজিল ফুটবল দল। সেখান থেকে মঙ্গলবার (৩০ জুন) মেডিকেল টেস্ট করার জন্যে ইতালির মিলানে পৌঁছান মিরান্ডা।
২০১৩-১৪ মৌসুমে অ্যাতলেতিকোকে লা-লিগা চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিরান্ডা। ক্লাবের অপরিহার্য সদস্যই ছিলেন। তাকে হারানোটা দিয়েগো সিমিওনের জন্য বড় ধাক্কাই বটে।
অন্যদেকে, দলবদলের বাজারে এই তারকা ডিফেন্ডারকে দলে ভেড়াতে পারায় ইন্টার কোচ রবার্তো মানচিনির ডিফেন্স নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা কমবে। ২০১৪-১৫ মৌসুমটি ইন্টারের জন্য মোটেই ভালো যায়নি। আঠারোবারের লিগ চ্যাম্পিয়নরা অষ্টম স্থানে থেকে মৌসুম শেষ করে।
ইন্টারের ক্লাব প্রেসিডেন্ট এরিক থোহির বলেন, ‘মিরান্ডা একজন চমৎকার ফুটবলার। বর্তমান বিশ্বের সেরা সেন্ট্রাল ডিফেন্ডারদের মধ্যে তার নামটিও থাকবে। মানচিনির স্কোয়াডে তার অন্তর্ভুক্তি সুফল বয়ে আনবে। ’
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
আরএম