ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

টার্ফের কাজ পরিদর্শনে ফিফা প্রতিনিধি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
টার্ফের কাজ পরিদর্শনে ফিফা প্রতিনিধি ছবি : সংগৃহীত

ঢাকা: বেশ জোরেশোরেই এগিয়ে চলছে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফ স্থাপনের কাজ। বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে টার্ফ স্থাপনের কাজ পরিদর্শনের জন্য ঢাকায় আসেন ফিফা প্রতিনিধি সুইজারল্যান্ডের নাগরিক মার্কোস কেলার।



দুপুরে কমলাপুর স্টেডিয়ামে যান কেলার। খেলার মাঠের বিভিন্ন অংশে কাজের অগ্রগতি দেখেন। আর পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। এ সময় বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ উপস্থিত ছিলেন।

কাজের অগ্রগতি সম্পর্কে কেলার বলেন, ‘ইতোমধ্যেই পুরো মাঠে পাথর বিছানোর কাছ শেষ। মাঠের লেভেলও ঠিক আছে। খুচরো কিছু কাজ সম্পন্ন করার পর পাঁচ থেকে দশ দিন পরে টার্ফ বসানোর কাজ শুরু করা যেতে পারে। ’

তবে মাঠের রক্ষণাবেক্ষণের বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন এই ফিফা প্রতিনিধি। ‘আমি নিজে দেখলাম এখানে মাঠের মধ্যে কুকুর-বিড়ালের অবাধ বিচরণ, যা টার্ফ স্থাপনের জন্য যথেষ্ট ক্ষতিকারক। এটা অবশ্যই বন্ধ করতে হবে। ’

এই টার্ফ স্থাপনের দায়িত্ব পালন করছে ভারতীয় কোম্পানি গ্রেট স্পোর্টস ইনফ্রা প্রাইভেট লিমিটেড। ইনফ্রার টেকনিক্যাল ম্যানেজার পিটার ভ্যান বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে টার্ফ স্থাপনের কাজ ৭ থেকে ১০ দিনের মধ্যে শুরু হবে। আর বাফুফেকে মাঠ বুঝিয়ে দিতে ৬০ দিন লাগবে। ’

উল্লেখ্য, টার্ফটির আয়তন ১০৫ মিটার দৈর্ঘ্য এবং ৬৮ মিটার প্রস্থ।

কমলাপুর স্টেডিয়ামে টার্ফ স্থাপিত হলে এটি কোন মানের টার্ফ এটা নিরূপণ করতে ফিফার একটি বিশেষ পরিদর্শক দল ঢাকা আসবে। তারা যাচাই করে রায় দেবে। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের মধ্যে এ মাঠটি ফুটবল ম্যাচ খেলার জন্য তৈরি হয়ে যাবে।

ওদিকে, বাফুফের জন্য সুখবর হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানোর কাজ শেষ করতে পারলে বাফুফেকে আরও দুটো টার্ফ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ফিফা। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অসহযোগিতায় বিষয়টি এখন অনেকটাই অনিশ্চিয়তার মুখে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ২ জুলাই, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।