ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জামালকে রুখে দিল রহমতগঞ্জ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
জামালকে রুখে দিল রহমতগঞ্জ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগে নামের প্রতি সুবিচার করলো ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জ।

বৃহস্পতিবার (০২ জুলাই) রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শেষ সময়ে গোল করে লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালের বিপক্ষে ২-২ গোলের ড্র আদায় করে মাঠ ছেড়েছে দলটি।



দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে পেশাদার লিগে রেকর্ড গড়ে জামাল। তারা ফরাশগঞ্জের বিপক্ষে ৯-১ গোলের রেকর্ড জয় নিয়ে মাঠ ছাড়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে তাদের জয়রথ রুখে দিল রহমতগঞ্জ। ম্যাচের ৬ মিনিটেই জামালের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটনের গোলে এগিয়ে যায় দলটি (১-০)। আর ২১ মিনিটে ব্যবধান দ্বিগুন করে হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলম (২-০) ।

৪১ মিনিটে রহমতগঞ্জের পক্ষে গোল করেন ব্যবধান কমান গিনি মিডফিল্ডার লামিনে কামারা। ফলে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জামাল।

তবে দ্বিতীয়ার্ধে শেষ সময়ে এগিয়ে যাওয়ার সুবর্ণ ‍সুযোগ মিস করে জামাল। এ সময় ডি বক্সের মধ্যে জামালের মামুনুল ইসলামের শট বারে লেগে ফিরে আসে। কিন্তু তখনও ম্যাচে অনেক নাটকীয়তা বাকি।

ইনজুরি টাইমে রহমতগঞ্জের বদলি খেলোয়াড় মান্নাফ রাব্বির কাছ থেকে বল পেয়ে গোল করেন রহমতগঞ্জের নাইজেরিয়ান ফরোয়ার্ড গিডিয়ন সলোমন (২-২)। ফলে সমতায় ফেরে দুই দল, এর কিছু পরেই রেফারি শেষ বাঁশি বাজালে ড্র নিয়েই মাঠ ছাড়ে জোসেফ আপুসির শিষ্যরা।   

ড্র করেও ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আফুসির শিষ্যরা। পক্ষান্তরে সমান সংখ্যক ম্যাচে এটি রহমতগঞ্জের সংগ্রহ ১০ পয়েন্ট। অবস্থান একধাপ এগিয়ে সপ্তম।  
 
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
ইয়া/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।