ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আনফিট রেফারি!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
আনফিট রেফারি! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: সবাই দেখেন এক, স্বয়ং রেফারি মহাশয় দেখেন আরেক! গল্পটা চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেখ জামাল বনাম রহমতগঞ্জের ম্যাচের। বৃহস্পতিবার (০২ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬ মিনিটে শেখ জামালের হয়ে প্রথম গোলটি করেন দলটির নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন।



মাঠে উপস্থিত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদকর্মীরাও তাই দেখলেন। ক্যামেরার সামনে এমেকার উচ্ছাসও ধারণ করা হলো। কিন্তু, তার গোলের কৃতিত্ব দিতে বাধ সাধেন রেফারি আব্দুল হান্নান মিরন!

ম্যাচ শেষে জানা গেল গোলটি করেছেন ওয়েডসন এনসেলমে! এ সমস্যা নতুন নয়। এভাবেই চলছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর। রেফারি মিরনের বিষয়ে প্রেসবক্সে আসা সাংবাদিকদের একটাই প্রশ্ন, এতো মোটা একজন মানুষ আবার রেফারি হয় কিভাবে? ম্যাচের ৯০ মিনিট এক ক্লান্ত রেফারিকেই চোখে পড়েছে সবচেয়ে বেশি।

আর মাঠে আসা দর্শকরাও চিৎকার দিয়ে বলতে থাকেন 'আনফিট রেফারি' 'আনফিট রেফারি'!

এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জনসংযোগ কর্মকর্তা জানালেন, 'ম্যাচ কমিশনার ও রেফারি কর্তৃক পাঠানো ম্যাচ রিপোর্ট মোতাবেক দুটি গোলই করেছেন শেখ জামালের ওয়েডসন এনসেলমে। '

আর বাফুফে সাধারণ সম্পাদকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানালেন, 'গোলটি আসলে কে করেছেন। এ বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। '

এমনিতেই রেফারিং এর মান নিয়ে কোচদের অভিযোগের অন্ত নেই। সেই সাথে এবার যুক্ত হলো নতুন অভিযোগ, গোল করেন একজন আর নাম আসে আরেকজনের। ফলে তাদের এ ধরনের বাজে রেফারিং-এর মাশুল আন্তর্জাতিক ম্যাচগুলোতে দিতে হয় বাংলাদেশ জাতীয় দলকেই।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, ২ জুলাই, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।