ঢাকা: কোপা আমেরিকার ফাইনালে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। উত্তেজনাকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।
তবে, মেসি-আগুয়েরো-ডি মারিয়া-মাশ্চেরানোদের নিয়ে গড়া শক্তিশালী আর্জেন্টিনা দলকেই হারানোর উপায় বাতলে দিয়েছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। আর্জেন্টিনার সর্বশেষ হারটা পর্তুগালের বিপক্ষেই। গত বছরের নভেম্বরে প্রীতি ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো-নানিদের কাছে ১-০ গোলে হার মানে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।
এক সাক্ষাৎকারে সান্তোস বলেন, ‘আর্জেন্টিনা খুবই শক্তিশালী প্রতিপক্ষ। তাদের দলে বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জিততে হলে নিখুঁত ফুটবল খেলার পাশাপাশি খানিকটা ভাগ্যের সহায়তাও থাকতে হবে। ’
পর্তুগিজ কোচ জোর দিয়ে বলেন, ‘সবচেয়ে মূল বিষয়টি হচ্ছে, খেলার সময় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির দিকে সম্পূর্ণ মনোযোগ দেওয়াটা ঠিক হবে না। তাকে একজন দিয়ে আটকানো যাবে না। এর চেয়ে বরং তার আশেপাশের জায়গাটা নিয়ন্ত্রণে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় তাকে বলের জোগান দেওয়া থেকে বিরত রাখা। ’
পর্তুগিজ কোচের পরামর্শ অনুযায়ী মেসিকে না হয় চিলির খেলোয়াড়রা খোলসবন্দী করার সর্বোচ্চ চেষ্টাই করবে। কিন্তু, সেমিতে প্যারাগুয়ে যেভাবে ৬-১ গোলে বিধ্বস্ত হলো তাতে করে দুর্দান্ত আর্জেন্টিনাকে কি স্বাগতিকরা আটকাতে পারবে?
০৪ জুলাই (শনিবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
আরএম