ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওয়ালটন রেটিং দাবা চ্যাম্পিয়ন রাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
ওয়ালটন রেটিং দাবা চ্যাম্পিয়ন রাকিব ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডের খেলা শেষ হয়েছে। প্রতিযোগিতার এক রাউন্ড বাকী থাকতে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।



শুক্রবার (০৩ জুলাই) রাকিব ৮ খেলায় পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে শিরোপার স্বাদ গ্রহণ করেন।

লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং ফায়ার-সার্ভিসের মোহাম্মদ এনায়েত হোসেন সাড়ে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

৬ পয়েন্ট করে নিয়ে তাদের পরেই রয়েছেন ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ, গোলাম মোস্তফা ভূঁইয়া, উতেন, মাহতাবউদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল-সাইফ, আনিসুজ্জামান জুয়েল, ফয়সাল হোসেন, সুব্রত বিশ্বাস ও এস এম স্মরন।

শনিবার (০৪ জুলাই) দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শেষ রাউন্ডের খেলা শুরু হবে। খেলা শেষে ওয়ালটন গ্রুপের ফাষ্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।