ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসিকে নিয়ে চিন্তিত নন ক্লাব সতীর্থ ব্রাভো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
মেসিকে নিয়ে চিন্তিত নন ক্লাব সতীর্থ ব্রাভো ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি আর চিলিয়ান গোলরক্ষক ক্লদিয়ো ব্রাভো দু’জনই ট্রেবল জয়ের স্বাদ নিয়ে কোপা আমেরিকার ৪৪তম আসরে অংশ নেন। চিলিয়ান গোলরক্ষক তার জাতীয় দলের সতীর্থদের প্রতিপক্ষের মূল অস্ত্র মেসিকে নিয়ে বাড়তি সতর্কতা নিতে বারণ করে দিয়েছেন।



কোপা আমেরিকার ফাইনালে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ০৪ জুলাই (শনিবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

চলতি আসরের ফাইনালিস্ট ট্রেবল জয়ী ব্রাভো বলেন, এটা সত্য যে মেসিকে আটকে রাখা সহজ কাজ নয়। লিওর ক্ষমতা সম্পর্কে আমরা বেশ ভালো করেই জানি। প্রতিপক্ষের জন্য সে ভয়ঙ্কর একজন ফুটবলার।

চিলির হয়ে শততম ম্যাচ থেকে মাত্র ছয়টি ম্যাচ দূরে থাকা ব্রাভো আরও বলেন, আমরা মেসিকে নিয়ে বাড়তি ভাবনা না করে আর্জেন্টিনা দলটিকে নিয়ে ভাবছি। আমাদের মূল মনোযোগ জেরার্ড মার্টিনোর শিষ্যদের দিকে। আমরা দলগতভাবে খেললে মেসিকে নিয়ন্ত্রণ করতে পারব, সঙ্গে আর্জেন্টিনার অন্যসব ফুটবলারদের নিয়ন্ত্রণে রাখতে পারব।

বার্সা সতীর্থ মেসিকে নিয়ে বাড়তি কোনো সতর্কতা নিতে না চাওয়া কাতালানদের হয়ে এক মৌসুমে ৩৭ ম্যাচ খেলা ব্রাভো তার আরেক ক্লাব সতীর্থ আর্জেন্টাইন জাভিয়ের মাশচেরানোকে নিয়ে বলেন, মাশচেরানো দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। তবে, আমরা লিও কিংবা মাশচেরানোকে নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা করছি না। দলের সবাই একসঙ্গে সেরাটা দিতে পারলে তাদের রুখে দেওয়া সম্ভব।

গত বিশ্বকাপের রানার্সআপদের ভয় করছেন না জানিয়ে ব্রাভো নিজেদের দল প্রসঙ্গে বলেন, দলের প্রত্যেক ফুটবলারের প্রতি আমার আস্থা রয়েছে। প্রতিটি দলের প্রতি সম্মান রেখেই বলছি, আমরা কোনো দলকেই ভয় করিনা। নিজেদের স্টাইলে খেলে যেতে প্রস্তুত আমরা।

এবারই প্রথমবারের মতো কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে চিলি। চলতি আসরের স্বাগতিক দেশটি এর আগে ১৯৭৯ সালে প্যারাগুয়ে এবং ১৯৮৭ সালে উরুগুয়ের বিপক্ষে ফাইনালে খেলেছিল।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।