ঢাকা: ইউরোপের ক্লাব পর্যায়ে এখন চলছে দলবদলের মৌসুম। প্রতিটি দল নিজেদের শক্তি, দূর্বলতা যাচাই বাছাই করে খেলোয়াড় কেনা বেচায় ব্যস্ত।
স্বাভাবিকভাবেই ইউরোপীয় ফুটবলের মেতে থাকার কথা এখন দলবদল নিয়েই। দলবদলের এ মৌসুমে লুকাস পোডলস্কি, রাদামেল ফ্যালকাও, মনতোয়া আর লুইজ আদ্রিয়ানো নতুন দলে যোগ দিতে চলেছেন।
বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির পোডলস্কি নতুন মৌসুমে খেলবেন গ্যালাতাসারের হয়ে। দেশের জার্সি গায়ে ৩০ বছর বয়সী এ ফরোয়ার্ড খেলেছেন ১২৫টি ম্যাচ। বায়ার্নের সাবেক তারকা পোডলস্কি ২০১২তে নাম লেখান ইংলিশ জায়ান্ট আর্সেনালে। তবে, ২০১৫তে ইন্টার মিলানে ধারে খেলেছিলেন জার্মান এ তারকা।
কলম্বিয়ার সেরা তারকা রাদামেল ফ্যালকাও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে বর্তমান চ্যাম্পিয়ন চেলসিতে যোগ দিয়েছেন। মোনাকো থেকে গত মৌসুমে ম্যানইউতে ধারে খেলা ফ্যালকাও নতুন মৌসুমে জার্সি গায়ে নামবেন হোসে মরিনহোর চেলসির হয়ে।
এদিকে, গত মৌসুমে ট্রেবল জয়ী বার্সেলোনার রাইটব্যাক মার্টিন মনতোয়াকে দুই বছরের ধারে নিয়েছে ইন্টার মিলান। বার্সার হয়ে এ স্প্যানিশ ফুটবলার খেলেছেন ৪৩টি ম্যাচ।
ব্রাজিলিয়ান লুইজ আদ্রিয়ানোকে নতুন মৌসুমে দেখা যাবে এসি মিলানে। ২৮ বছর বয়সী এ তারকা স্ট্রাইকার শাখতার দোনেস্কের হয়ে খেলেছেন ১৬২টি ম্যাচ। ক্লাবটির সঙ্গে এ বছরের শেষ পর্যন্ত চুক্তি থাকলেও নতুন মৌসুমের জন্য চুক্তি নবায়ন করেননি আদ্রিয়ানো। ২০২০ সালের জুন পর্যন্ত এসি মিলানের হয়ে খেলবেন এ ব্রাজিলিয়ান।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৫
এমআর