ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কিংবদন্তিদের কাতারে যেতে চান ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
কিংবদন্তিদের কাতারে যেতে চান ডি মারিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: কিছুদিন আগেই বলেছিলেন, আর্জেন্টিনা দলে হার্নান ক্রেসপো আর গ্যাব্রিয়েল বাতিস্তুতার মতো কিংবদন্তি ফুটবলার দরকার। আর্জেন্টাইন তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া এবারে জানালেন, কোপা আমেরিকার ফাইনাল জিতে কিংবদন্তিদের কাতারে যেতে প্রস্তুত তারা।



দক্ষিণ আমেরিকান ফুটবলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকায় এর আগে ১৪বার শিরোপা জিতেছে আলবেসেলেস্তারা। সর্বশেষ ১৯৯৩ সালে এ শিরোপার স্বাদ নেয় দিয়েগো ম্যারাডোনার দেশটি। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১৫বার শিরোপা জয়ের রেকর্ড গড়তে ফাইনালে স্বাগিতক চিলির বিপক্ষে মাঠে নামবে গত বিশ্বকাপের রানার্সআপরা।

ফাইনালের মঞ্চে নামার আগে ডি মারিয়া জানালেন, ফাইনালে পৌঁছনোটা অনেক বড় একটা ব্যাপার। সুযোগ এসেছে নিজেদের লক্ষ্যকে কাজে লাগানোর। এজন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। নিজেদের সেরাটা দিয়ে শিরোপা তুলে ধরতে হবে।

আর্জেন্টিনার হয়ে ৬৫ ম্যাচ খেলা ২৭ বছর বয়সী এ উইঙ্গার আরও বলেন, ফাইনালে পৌঁছানো সহজ ব্যাপার ছিল না। তবে, ফাইনালের মঞ্চে উঠে ইতিমধ্যেই আমরা ইতিহাস তৈরি করেছি। এখানেই থেমে যেতে চাইনা। নিজেদের কিংবদন্তিদের কাতারে নিয়ে যেতে চাই। আশা করি শিরোপা তুলে ধরে আমরা সেটা হতে পারব।

গ্রুপপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় হাতছাড়া করে আর্জেন্টিনা। উরুগুয়ে, জ্যামাইকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে জেরার্ড মার্টিনোর ছাত্ররা। শেষ চারের টিকিট পেতে হারায় কলম্বিয়াকে। আর সেমিফাইনালে আবারো প্যারাগুয়েকে সামনে পেলে জ্বলে উঠে ডি মারিয়ারা। ৬-১ গোলের ব্যবধানে জয় পাওয়া সেমিতে ডি মারিয়া জোড়া গোল করেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।