ঢাকা: আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে দলে নেয়ার আশা প্রকাশ করেছেন তুর্কিশ ক্লাব আন্তালাস্পরের প্রেসিডেন্ট গুলতেকিন গেন্সের। তিনি জানান, মেসিকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভেড়াবেন।
তুর্কিশ সুপার লিগে সম্প্রতি উঠে আসা আন্তালাস্পর ইতোমধ্যে বার্সেলোনার সাবেক তারকা স্যামুয়েল ইতোকে দলে ভিড়িয়েছে। এছাড়া দলটি বার্সার সাবেক আরেক তারকা রোনালদিনহোকেও আনতে চায়।
এদিকে একের পর এক ক্যাম্প ন্যু’র আইকন ফুটবলার দলে নেয়ার আশা প্রকাশ করেছেন গেন্সার। আর অল-স্টারের এ দলে মেসিকেও তারা রাখবেন।
এক সাক্ষাতকারে গেন্সার বলেন, ‘আমি আশাকরি আমার পরে যে প্রেসিডেন্ট হয়ে এখানে আসবে সে, মেসিকে আন্তালাস্পরে আনতে সক্ষম হবে। ’
গত মৌসুম শেষে তুর্কিশ মূল সারির দলে পরিণত হয় আন্তালাস্পার। আর দলটির আকদেনিজ ইউনিভার্সিটি স্টেডিয়ামটি ৪০ হাজারের ওপর দর্শক ধারণ করতে পারে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এমএমএস