ঢাকা: চলমান সেইলর-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৫ খেলায় বয়স চুরির অভিযোগ করছে ফরিদপুর জেলা ফুটবল। দেশের ৮ ভেন্যুতে ৬১ জেলাব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত খেলায় নারায়াণগঞ্জ ৯-০ গোলে ফরিদপুরকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে। কিন্তু খেলা শেষে ফরিদপুর দলের কর্মকর্তারা সেখানকার স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তাদের অভিযোগ, 'নারায়ণগঞ্জ দলের ৮-৯ ফুটবলারের বয়স ১৫-এর বেশি। তাদের বয়স কমপক্ষে ১৮-১৯। এ কারণেই তারা জয় পেয়েছে। '
এছাড়া ফরিদপুর দল চুয়াডাঙ্গা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু এবং চুয়াডাঙ্গায় বাফুফে প্রতিনিধি আলতাফুল হক ও মোহাম্মদ মিনারের কাছেও একই অভিযোগ পেশ করা হয়েছে। পাশাপাশি ওই খেলার ফল স্থগিত করার জন্যও আবেদন করে হয়েছে।
এই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায় জানালেন, 'বিষয়টি আমরা শুনেছি। অফিসিয়ালি কোন অভিযোগ পাইনি। তবে এমন কোন ঘটনা ঘটে থাকলে আমরা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবো। '
উল্লেখ্য, এই টুর্নামেন্ট থেকে ভবিষ্যতে জাতীয় দলের খেলোয়াড় পাওয়ার আশা করছে বাফুফে। যদি বয়স নিয়ে এ ধরণের সমস্যা সৃষ্টি হয় তাহলে টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ব্যাহত হবে বলে মনে করেন সংশ্লিষ্ট ফুটবল বোদ্ধারা।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ৪ জুলাই ২০১৫
ইয়া/এমএমএস