ঢাকা: ছোট দলগুলোর কাছে মঝেমধ্যেই খেলা শিখতে হয় বড় দলগুলোর। ঠিক এমনটি ঘটেছে শনিবার (০৪ জুলাই) মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা মোহামেডান বনাম টিম বিজেএমসির ম্যাচে।
শুরু থেকেই মোহামেডানকে চেপে ধরে খেলতে থাকে টিম বিজেএমসি। ম্যাচের ১৭ মিনিটে বিজেএমসির মিডফিল্ডার ফয়সাল আহমেদের ক্রস দক্ষতার সাথে ফিরিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক রানা। ফিরতি বলে নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু পোস্ট লক্ষ্য করে শট এবারো ফিরিয়ে দেয় রানা।
৩২ মিনিটে বা প্রান্ত থেকে মোহামেডানের জুয়েল রানার শট সহজেই তালুবন্ধী করে বিজেএমসির গোলরক্ষক। ৩৫ মিনিটে বিজেএমসির নাবিব নওয়াজ জীবনের শট অল্পের জন্য ঠাঁই পায়নি সাদা-কালোদের জালে। ৪৪ মিনিটে নাবিব নওয়াজ জীবনের ক্রসে নাইজেরিয়ান ফরোয়ার্ড এলেটা কিংসলে ছোঁয়ালেও বলটি শেষ পর্যন্ত গোল পরিণত হয়নি। ফলে প্রথমার্ধ শেষে গোল শূণ্য বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও মোহামেডানকে চাপের মুখে রাখে টিম বিজেএমসি। ৬০ মিনিটে বিজেএমসির অধিনায়ক স্যামসন ইলিয়াসুর কাছ থেকে বল পেয়ে গোল করেন ফরোয়ার্ড এলেটা কিংসলে (১-০)। তবে ব্যবধানটা দ্বিগুণ হতে পারতো, কিন্তু ৬৭ মিনিটে নাবিব নওয়াজ জীবন গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয়। তার শট ফিরিয়ে দিয়েছেন মোহামেডানের গোলরক্ষক আরিফুল হক রানা।
৭৯ মিনিটে সমতায় ফেরে সাদাকালোরা। বা প্রান্ত থেকে জুয়েল রানার ক্রসে ইসমাইল বাঙ্গুরার হেড বিজেএমসির জাঁল কাঁপিয়ে দেয় (১-১)।
৮৭ মিনিটে আবারও এগিয়ে যায় সাদা-কালো শিবিরি। এ সময় ক্যামেরুণের মিডফিল্ডার ব্যালিঙ্গা আম্বারার উড়ন্ত কর্ণারে মাথা ছুইয়ে বল জালে বল পাঠান জুয়েল রানা (২-১)।
প্রিমিয়ার লিগে ৫ জুলাই (রবিবার) কোন ম্যাচ নেই। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ ফেনী সকার ক্লাব।
লিগে নিজেদের ১২ ম্যাচে অষ্টম জয়ে মোহামেডানের সংগ্রহ ২৬ পয়েন্ট, অবস্থান দ্বিতীয়। আর সমান সংখ্যক ম্যাচে টিম বিজেএমসির সংগ্রহ ৯ পয়েন্ট, অবস্থান অষ্টম।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ৪ জুলাই ২০১৫
ইয়া/এমএমএস