ঢাকা: কোপা আমেরিকার ৪৪তম আসরের ফাইনালে এস্তাদিয়ো ন্যাসিওনাল মার্টিনেজ, সান্তিয়াগোতে তে মাঠে নেমেছে গত বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা আর স্বাগতিক হিসেবে টুর্নামেন্টের শুরু থেকে ফেভারিটের তকমা লাগানো চিলি।
১৪বার কোপার শিরোপা জেতা আর্জেন্টিনার কোচ জেরার্ড মার্টিনো শুরুর একাদশে তার ছাত্রদের ৪-৩-৩ ফরমেশনে খেলাচ্ছেন।
লিওনেল মেসির আর্জেন্টিনা ২২ বছরের শিরোপা খরা কাটাবার লক্ষ্য নিয়ে কোপা আমেরিকার ফাইনালে মাঠে নেমেছে। আর আর্জেন্টাইনদের প্রতিপক্ষ হয়ে ৯৯ বছর শিরোপা থেকে নিষ্ফলা থাকার যন্ত্রণায় কাতর চিলি নিজেদের মাটিতে একটি মেগা শিরোপা জিততে লড়াইয়ে নামে।
ম্যাচের রেফারি হিসেবে দায়িত্বে রয়েছেন উইলমার রোলদান।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ০৫ জুলাই ২০১৫
এমআর
** আর্জেন্টিনা-চিলির সম্ভাব্য একাদশ
** শিরোপা খরা কাটাতে নামছে আর্জেন্টিনা-চিলি