ঢাকা: প্রধমার্ধের মতো দ্বিতীয় অর্ধেও কোপা আমেরিকার ৪৪তম আসরের ফাইনালে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনাকে বেশ চাপেই রেখেছে স্বাগতিক চিলি। তবে আর্জেন্টিনার সীমানাই একের পর এক আক্রমণ করলেও আক্রমণ ভাগের দুর্বলতায় গোল বঞ্চিত রয়েছে চিলি।
আর্জেন্টিনা ও চিলির আক্রমণ পাল্টা আক্রমণে মধ্য দিয়ে খেলা চললেও, শুরু থেকে আক্রমণের দিক থেকে আর্জেন্টির তুলনায় এগিয়ে আছে চিলি। খেলার ১৩ মিনিটের মাথায় আর্জেন্টিনার দুর্গে আক্রমণ চালায় চিলি। এ পর্যায়ে স্যানসেচের জোরালো শট গোল মুখ থেকে ফিরিয়ে দিয়ে আর্জেন্টিনাকে রক্ষা করেন গোলরক্ষক রোমেরো।
এরপর ২০ মিনিটের মাথায় গোলবারের ডান দিক থেকে মেসির নেওয়া ফ্রি-কিকে চিলির বক্সে দাঁড়িয়ে হেড করেন আগুয়েরো। গোলের দারুণ সুযোগ থাকলেও স্বাগতিক গোলরক্ষক ব্রাভো ঝাঁপিয়ে পড়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন বল।
২২ মিনিটে পাল্টা আক্রমণে আবার গোলের সুযোগ আসে চিলির। প্রায় মাঝমাঠ থেকে একাই আর্জেন্টিনার গোল সীমানায় বল টেনে নিয়ে যান ভারগাস। কিন্তু শেষ মুহূর্তের অপেক্ষা না করে গোলবারের অনেক ওপর দিয়ে বল পাঠিয়ে দেন তিনি। ফলে এবারও গোল বঞ্চিত হয় চিলি।
২৪ মিনিটে ডি মারিয়াকে ফাউল করেন চিলির সিলভা। যার কারণে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে মাঠ ত্যাগ করেন সেমিফাইনালে জোড়া গোল করা ডি মারিয়া। ২৯ মিনিটে ডি মারিয়ার বদলি হিসেবে মাঠে প্রবেশ করেন ইজিকুয়েল লাভেজ্জি।
৪৫ মিনিটে আবারও সুযোগ আসে চিলির। এবার সানচেজের দুর্বল শট রুখে দিতে কোনো বেগ পেতে হয়নি আর্জেন্টিনার গোলরক্ষক রোমেরোর।
একই মিনিটে সুযোগ পেয়েছিলেন ডি মারিয়ার বদলি হিসেবে নামা লাভেজ্জি। চিলির ডিবক্সের ভিতর থেকে তার নেওয়া শটটি চিলির গোলরক্ষক ব্রাভোর হাতে লেগে ফিরে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৬ মিনিটের মাথায় গোলের সুযোগ আসে চিলির। এবারও ব্যর্থ হয় চিলির আক্রমণ ভাগ। ৬৬ মিনিটের মাথায় আবারও সুযোগ আসে চিলির।
ডান দিক থেকে সানচেসের বাড়ানো বল আর্জেন্টিনার ডিবক্সের ভিতর পেয়েও ঠিক মতো শট নিতে ব্যর্থ হন ভিদাল। ফলে এবারও গোল বঞ্চিত হয় চিলি। ৭৬ মিনিটে আর্জেন্টিনার ডিবক্সের ভিতরে আবারও সুযোগ পান ভিদাল। ফের ব্যর্থ হন চিলির এ তারকা।
আর্জেন্টাইনদের প্রতিপক্ষ ৯৯ বছর শিরোপা থেকে নিষ্ফলা থাকার যন্ত্রণায় কাতর স্বাগতিক চিলি। সান্তিয়াগোর স্টাদিও ন্যাসিওনালে আর্জেন্টিনার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে তারা যে প্রস্তুত শুরু থেকে সে আভাসই দিচ্ছেন।
বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এএসএস/টিআই