ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বোল্টের অনুপস্থিতিতে ইভেন্ট মাতাচ্ছেন পাওয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
বোল্টের অনুপস্থিতিতে ইভেন্ট মাতাচ্ছেন পাওয়েল ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে চলতি প্যারিস ডায়মন্ড লিগের প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। তবে, বোল্ট না থাকলেও ইভেন্ট মাতাচ্ছেন তারই স্বদেশী আসাফা পাওয়েল।



চলতি টুর্নামেন্টের ১০০ মিটার ইভেন্টে জয়ী হয়েছেন জ্যামাইকান এ তারকা।

শুধু জয়ই পান নি পাওয়েল, গড়েছেন ব্যক্তিগত নতুন রেকর্ড। এ বছরের জুনে ৩২ বছর বয়সী পাওয়েল জ্যামাইকান ন্যাশনাল ট্রায়ালে ১০০ মিটারে সময় নিয়েছিলেন ৯.৮৪ সেকেন্ড। তবে, প্যারিস ডায়মন্ড লিগে তিনি সময় নেন ৯.৮১ সেকেন্ড।

পাওয়েলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের জিমি ভিকাউ ৯.৮৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান দখল করেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৫ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।