ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নেইমারের নিষেধাজ্ঞায় দুঙ্গার সমর্থন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
নেইমারের নিষেধাজ্ঞায় দুঙ্গার সমর্থন ছবি: সংগৃহীত

ঢাকা: চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়ে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই ছিটকে যান নেইমার। আপিলের সুযোগ থাকা স্বত্ত্বেও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তা করেনি।

সেলেকাওদের কোচ কার্লোস দুঙ্গা চাননি বলেই নেইমারের পক্ষে আপিল করা হয়নি বলে জানিয়েছেন সিবিএফ’র জেনারেল সেক্রেটারি ওয়াল্টার ফেল্ডম্যান।

কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন নেইমার। পরে সাইডলাইনে দাঁড়িয়ে রেফারির সঙ্গে তর্কে জড়ান। এর জের ধরেই তাকে কঠিন শাস্তির আওতায় আনে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

এক সাক্ষাৎকারে ফেল্ডম্যান বলেন, ‘নেইমারের ভালো চান বলেই দুঙ্গা আপিল করার পক্ষে মত দেননি। তার সিদ্ধান্তই আমরা মেনে নিই। আমাদের জন্য ওই সময়টা খুবই কঠিন ছিল। সিবিএফ কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকলেও কোচিং স্টাফরা আপিল না করার সিদ্ধান্তে অটল থাকেন। ’

সিবিএফ অফিসিয়াল আরও বলেন, ‘আমাদের সিদ্ধান্তটি সঠিক হয়েছি কিনা তা বলতে পারব না। হয়তো আপিল করলে নেইমারের শাস্তির মাত্রাটা কমত। আমার মতে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সে নিজেও অনুতপ্ত। আশা করছি, এই নিষেধাজ্ঞাটি তার ক্যারিয়ারের জন্য ইতিবাচক দিক হিসেবে কাজ করবে। ’

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জলাই ০৬, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।