ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ঝগড়া করার প্রশ্নই উঠেনা: মাশচেরানো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
ঝগড়া করার প্রশ্নই উঠেনা: মাশচেরানো ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার হাভিয়ের মাশচেরানো কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে হারের পর ড্রেসিং রুমে সতীর্থ এভার বানেগার সঙ্গে ঝগড়া করেন। এমন গুজবে বার্সেলোনার তারকা বেজায় চটেছেন।



২২ বছরের শিরোপা খরা কাটাতে ব্যর্থ হওয়া আর্জেন্টিনার ফুটবলারদের সময়টা ভালো যাচ্ছে না। ফাইনাল ম্যাচে স্বাগতিক চিলির বিপক্ষে টাইব্রেকারে ৪-১ গোলে হেরে বসে আর্জেন্টাইনরা। এরপর থেকেই গুজব রটে পেনাল্টি শুটআউটে সুযোগ নষ্ট করা এভার বানেগার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মাশচেরানো সেভিয়ার মিডফিল্ডার বানেগার সঙ্গে বাজে আচরণ করেন।

এমন উড়ো খবরে অবাক বার্সা তারকা। মাশচেরানো বলেন, আমি এ রকম খবর শুনে খুশি হতে পারিনি। এটা সত্যিই হাস্যকর একটি খবর।

পেনাল্টি শুটআউটে বানেগার শটটি রুখে দেন বার্সায় খেলা চিলিয়ান গোলরক্ষক ক্লদিয়ো ব্রাভো। সে সময়ই অনেকটা নিশ্চিত হয়ে যায় ৯৯ বছরের শিরোপা আক্ষেপে থাকা চিলির জয়। চতুর্থ শটে চিলির হয়ে জয়সূচক গোলটি করেন অ্যালেক্সিজ সানচেজ। গত বিশ্বকাপের ফাইনালের পর মেগা ইভেন্ট কোপা আমেরিকার ফাইনালে পরাজয় মেনে নিতে হয় আর্জেন্টাইনদের।

মাশচেরানো আরও বলেন, আমি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই না। যে ফুটবলার ৭০ হাজার দর্শকের সামনে চাপ নিয়ে পেনাল্টি নিতে সাহস করেছে, আমি তাকে সে সময়ও কিছু বলিনি। আর তার সাথে ড্রেসিং রুমে কিছু বলার বা ঝগড়া করার কোনো প্রশ্নই উঠেনা।

উল্লেখ্য, চিলির হয়ে প্রথম শট থেকে গোল করেন ফার্নানদেজ। আর মেসির শটে গোল হলে সমতায় থাকে আর্জেন্টিনা। পরের শটে ভিদাল গোল করলে ২-১ এ এগিয়ে যায় চিলি। নিজেদের দ্বিতীয় শটে গঞ্জালো হিগুয়েন গোলবারের অনেক উপর দিয়ে বল মেরে দিয়ে দলকে বিপদে ফেলেন।

চিলির হয়ে তৃতীয় শটটিতে গোল করেন আরানগুয়েজ। আর নিজেদের তৃতীয় শটে গোল করতে ব্যর্থ হন এভার বেনেগা। তার শটটি ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ব্রাভো। চতুর্থ শটে গোল করে শিরোপা নিশ্চিত করেন চিলির সেরা অস্ত্র অ্যালেক্সিজ সানচেজ।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ০৬ জুলাই ২০১৫
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।