ঢাকা: পেপ গার্দিওলার অধীনে স্বর্ণযুগ পার করেছিল বার্সেলোনা। ওই সময়টাতে ইউরোপে ছিল কাতালানদের জয়জয়কার।
২০০৩ সাল থেকে ২০১০ পর্যন্ত সফলতার সঙ্গেই কাতালানদের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন লাপোর্তা। দ্বিতীয় মেয়াদেও নির্বাচিত হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। তার সময়ে চারটি লা লিগা, একটি কোপা দেল রে, দুটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি স্প্যানিশ সুপার কাপ ও একটি করে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে জাভি-ইনিয়েস্তারা।
অন্যদিকে, ২০০৮ থেকে ২০১২ এই চার মৌসুমে বার্সাকে অনন্য উচ্চতায় নিয়ে যান গার্দিওলা। তার অধীনে ১৪টি শিরোপা ঘরে তোলে বার্সা। এর মধ্যে ২০০৮-০৯ মৌসুমে রেকর্ড ৬টি ট্রফি জেতে কাতালানরা।
তাই বার্সার কোচ হিসেবে গার্দিওলার প্রত্যাবর্তন হলে অবাক হওয়ার কিছু থাকবে না। লাপোর্তা প্রেসিডেন্ট নির্বাচিত হলে যে এই চেষ্টাটিই করবেন তা তার কথাতেই বোঝা যাচ্ছে।
এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘গার্দিওলার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ক্লাবের পেসিডেন্ট নির্বাচিত হলে তাকে পুনরায় বার্সার কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হবে। এক্ষেত্রে তেমন কোনো শর্তাবলী থাকবে না। তার জন্য ন্যু ক্যাম্পের দরজা খোলা থাকবে। তবে লুইস এনরিক আগামী মৌসুমেও কোচ হিসেবে থাকছেন। ’
উল্লেখ্য, ১৮ জুলাই বার্সার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সদ্য বিদায়ী বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিও বার্তোমেউ ও লাপোর্তো ছাড়াও এ নির্বাচনে আরো তিন জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
আরএম