ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শাকিল ৮৬তম, মিলিতভাবে তৃতীয় ফাহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
শাকিল ৮৬তম, মিলিতভাবে তৃতীয় ফাহাদ ছবি: সংগৃহীত

ঢাকা: আমেরিকার ভার্জিনিয়ার আর্লিটনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ওপেন দাবায় ঢাকা মোহামেডানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ৮৬তম হয়েছেন।

শাকিল ৮ খেলায় অংশ নিয়ে ৪.৫ পয়েন্ট পেয়েছেন।

রোববার (০৫ জুলাই) অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় শাকিল সুইডেনের আন্তর্জাতিক মাস্টার নিকো গিয়োরগিডিসের কাছে হেরে যান।

এছাড়া, ভারতের কোলকাতা শহরের গোর্কি সদনে অনুষ্ঠানরত ২৫তম টেলিগ্রাফ স্কুলস দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান পাঁচ পয়েন্ট নিয়ে ১৯ জনের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় তৃতীয় হয়েছেন।

নুশরাত জাহান নাফিসা সাড়ে তিন পয়েন্ট, আশাবাবুর রহমান তাইফ আড়াই ও মাহফুজুর রহমান সাইফ আধা পয়েন্ট পেয়েছেন। সোমবার অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের সামিপ রায়কে, নাফিসা ভারতের দেবাদরিত ব্যানার্জীকে পরাজিত করেন।

এদিকে, বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে হাবিবুর রহমান আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার খেলা সোমবার (০৬ জুলাই) হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা কক্ষে শুরু হয়েছে।

একজন গ্র্যান্ড মাস্টার, একজন আন্তর্জাতিক মাস্টার ও পাঁচজন ফিদে মাস্টারসহ ১২৭ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেছেন। প্রথম রাউন্ডের খেলা শেষে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ, শওকত হোসেন পল্লব, গোলাম মোস্তফা ভূঁইয়া, উতেন, আব্দুল্লাহ আল-সাইফ, মাহতাবউদ্দিন আহমেদ, শফিক আহমেদ, মাসুম হোসেন, সোহেল চৌধুরী, ফিদে মাস্টার রেজাউল হক, আলমগীর হোসেন ও ফিদে মাস্টার মোঃ সায়েফ উদ্দীন লাভলুসহ ৬১ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ০৬ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।