ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চট্টগ্রামে শুরু হচ্ছে শেখ কামাল গোল্ডকাপ ফুটবল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
চট্টগ্রামে শুরু হচ্ছে শেখ কামাল গোল্ডকাপ ফুটবল ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার বাইরে এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। সোমবার (০৬ জুলাই) বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সদ্য দায়িত্বপ্রাপ্ত ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার মোঃ রুহুল আমিন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন।



সাক্ষাতকালে চট্টগ্রাম আবাহনী বাফুফের কাছে শেখ কামাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

সেখানে আরও উপস্থিত ছিলেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মহাসচিব শামসুল হক চৌধুরী এমপি, চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার শাকিল মাহমুদ চৌধুরী এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

রুহুল আমিন বাফুফে সভাপতির কাছে প্রস্তাব দেন যে, তারা চট্টগ্রামে সাফ অঞ্চলের বিভিন্ন দেশের মোট আটটি ক্লাব দলকে নিয়ে একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেত চান। এ আসরের নাম হবে ‘শেখ কামাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ’

টুর্নামেন্টের সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ১০-১৫ কোটি টাকা। আর স্পন্সর হিসেবে এগিয়ে আসতে চায় চট্টগ্রামের বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

এ আসরে অংশ নিতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেড। এছাড়া ভারতের ২টি, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের একটি করে শীর্ষ পর্যায়ের ক্লাবগুলোকে অংশ নেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হবে।

টুর্নামেন্টের সম্ভাব্য সময় ধরা হয়েছে চলতি বছরের ডিসেম্বর কিংবা পরের বছরের জানুয়ারি মাস। এ প্রসঙ্গে বাফুফে সূত্র জানায়, 'ওই সময় সাফ ফুটবল এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুষ্ঠিত হবে। কাজেই টুর্নামেন্ট দুটির শিডিউলের সঙ্গে মিল রেখেই শেখ কামাল গোল্ডকাপের খেলা আয়োজন করা হবে। '

ফুটবলের সাথে চট্টগ্রামের রয়েছে অতীত ঐতিহ্য। আগে এখানে জমজমাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন হতো। ১৯৮২ সালে এখানে ‘মেয়র কাপ’ অনুষ্ঠিত হয়েছিল। তবে এরপর তেমন কোনো বড় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ৬ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।