ঢাকা: মান্যবর প্রিমিয়ার লিগে ফরাশগঞ্জের বিপক্ষে ৯-১ গোলের বিশাল জয় পায় শেখ জামাল। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচে জামালের হয়ে হ্যাটট্রিক করেন ফরোয়ার্ড এমেকা ডার্লিং টন।
ম্যাচ শুরুর ২৭ সেকেন্ড সময়ে সোহেল রানার ক্রস থেকে বল পেয়ে গোল করেন ল্যান্ডিং ডার্বোয়ে (১-০)। এরপর ১৫ মিনিটে জামাল ভূইয়ার কাছ থেকে বল পেয়ে হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। এটি লিগে তার ব্যক্তিগত ১৩তম গোল, যা তার স্বদেশি ও ব্রাদার্সের ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসনের সমান। তারা উভয়েই চলতি লিগের এখন পর্যন্ত সর্বাধিক গোলদাতা।
২৪ ও ২৭ মিনিটে নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিং টন পর পর দুটি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-০। ৩৭ মিনিটে ফেনীর গাম্বিয়ান মিডফিল্ডার জাত্তা মুস্তফা কিছুটা ব্যবধান কমান (১-৪)। ৪-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় শেখ জামাল।
খেলার দ্বিতীয় ধাপেও গোল ক্ষুধা আরও বেড়ে যায় জামালের। ৭৭ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় ও লিগে ছয় নম্বর গোলটি করেন ল্যান্ডিং ডার্বোয়ে (৫-১)। ৮২ মিনিটে ফেনী সকারের বদলি মিডফিল্ডার স্মরণ হাওলাদার গোল করলে ব্যবধান কমায় ৫-২।
আর ৮৫ মিনিটে ম্যাচে নিজের প্রথম হ্যাটট্রিক করেন এমেকা ডার্লিংটন (৬-২)। লিগে এটি তার নবম গোল। আর চলমান পেশাদার লিগে এটি সামগ্রিকভাবে পঞ্চম হ্যাটট্রিক।
১৩ ম্যাচে এটা জামালের নবম জয়, ৩০ পয়েন্ট নিয়ে এখনও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে দলটি। পক্ষান্তরে সমান সংখ্যক ম্যাচে সকারের এটি অষ্টম হার। ৯ পয়েন্ট নিয়ে আগের নবম স্থানেই রয়ে গেল তারা।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
ইয়া/আইএ