ঢাকা: আন্দ্রে পিরলো যে জুভেন্টাস ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব নিউইয়র্ক সিটিতে যোগ দেবেন তা পুরনো খবর। অবশেষে এ ইতালিয়ান তারকার ক্লাব ছাড়ার বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছে জুভিরা।
এক বিবৃতিতে জুভেন্টাস ক্লাব কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রে নিজের ফুটবল ক্যারিয়ার পার করবেন বলে পিরলো ঘোষণা দিয়েছেন। আগামী ২১ জুলাই তিনি অফিসিয়ালি নিউইয়র্ক সিটিতে যোগ দেবেন।
নতুন ক্লাবে সতীর্থ হিসেবে সাবেক চেলসি তারকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে পাবেন পিরলো। অন্যদিকে, গত মৌসুমে নিউইয়র্ক সিটিতে যোগ দিলেও এখন অস্ট্রেলিয়ান সকার ক্লাব মেলবোর্ন সিটির হয়ে ধারে খেলছেন স্প্যানিশ তারকা ডেভিড ভিয়া।
২০১১ সাল থেকে ২০১৫ এই চার মৌসুমে জুভেন্টাসের হয়ে ১৬৪ ম্যাচ খেলেন পিরলো। গোল করেন ১৯টি। এর আগে এ অভিজ্ঞ মিডফিল্ডার এসি মিলানের হয়ে ক্লাব ক্যারিয়ারের সিংহভাগ সময় অতিবাহিত করেন। ২০০১ থেকে মিলানের হয়ে তিনি দশ মৌসুমে ৪০১ ম্যাচে মাঠে নামেন।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
আরএম