ঢাকা: কোপা আমেরিকার ৯৯ বছরের ইতিহাসে প্রথমবারের মত শিরোপা জয় করেছে চিলি। ঘরের মাঠে ৪৪তম এ আসরে ফেভারিট আর্জেন্টিনাকে টাইব্রেকে হারিয়ে ইতিহাস রচনা করে স্বাগতিকরা।
কোপা শেষে বিভিন্ন সংবাদ মাধ্যমে গুঞ্জন ওঠে পরের মৌসুমে বর্তমান ক্লাব জুভেন্টাস ছেড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন ভিদাল। তবে এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন রিয়ালের প্রধান নির্বাহী গিউইসেপে মারোত্তা।
রিয়ালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জুভি তারকাকে প্রস্তাব করা হয়েছিল এমন খবর অস্বীকার করে মারোত্তা বলেন, ‘ভিদাল? এটা একটা গুজব। রিয়াল মাদ্রিদ এমন ব্যাপারে এগোয়নি। আমাদের সঙ্গে তাদের (জুভেন্টাস) ভালো একটি সম্পর্ক রয়েছে। ’
এদিকে আন্দ্রে পিরলোর নিউইয়র্ক সিটিতে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে জুভেন্টাস। এ নিয়ে মারোত্তা জানান, অভিজ্ঞ এ ফুটবলারের জুভেন্টাস ছাড়ায় দলটির অপূরণীয় ক্ষতি হলো।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এমএমএস