ঢাকা: নতুন একটি স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা করেছে ইতালিয়ান ফুটবল ক্লাব এসি মিলান। তবে পোর্তেল্লো-ফিয়েরা মিলানো সিটির এ স্টেডিয়াম কবে নাগাদ তৈরির কাজ শুরু করবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
সিরিআ’র জায়ান্ট এ দলটি নতুন করে ৪৮ হাজার দর্শক ধারণ করা যায় এমন স্টেডিয়াম তৈরির পরিকল্পনা হাতে নেয়। দলটি আশা করছে ২০১৮-১৯ মৌসুমের আগেই সে মাঠে নামতে পারবে।
পোর্তেল্লোর শহরের স্টেডিয়াম তৈরির জন্য জায়গা ঠিক করে মিলাল। ক্লাবটি এর জন্য চড়া দরও হাঁকিয়েছে। তবে জমিটি কেনার জন্য মিলানকে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে বিনিয়োগ কোম্পানি ভিতালিয়ার সঙ্গে। এ কোম্পানিটিও জায়গাটি কেনার জন্য দর হাঁকিয়েছে।
মিলান নতুন স্টেডিয়ামে মূল মাঠের পাশাপাশি হোটেল, স্পোর্টস কলেজ, রেস্টুরেন্ট ও শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করবে বলে জানায়। আশা করা হচ্ছে এটিই হবে ফুটবল বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেডিয়াম এরিয়া।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এমএমএস