ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সেমিতে মুখোমুখি সেরেনা-শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
সেমিতে মুখোমুখি সেরেনা-শারাপোভা ছবি: সংগৃহীত

ঢাকা: উইম্বলডনের সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হবেন মারিয়া শারাপোভা। টেনিসের মর্যাদাপূর্ণ এ আসরে গত ১১ বছর ধরে শারাপোভার বিপক্ষে অপরাজিত সেরেনা।

এ সময়ে তিনি ১৬ ম্যাচ খেলে একটিতেও হারেননি।

কোয়ার্টার ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৩-৬, ৬-২, ৬-৩ গেমে হারিয়ে মেয়েদের এককের শেষ চার নিশ্চিত করেন র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা সেরেনা।

অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের কোকো ভ্যান্ডেওয়েগকে ৬-৩, ৬-৭, ৬-২ গেমে হারিয়ে সেমিতে ওঠেন রাশিয়ান টেনিস তারকা শারাপোভা।

পোল্যান্ডের অাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কাও সেমিফাইনাল নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসকে তিনি ৭-৬, ৩-৬, ৬-৩ গেমে হারান। অন্যদিকে, সুইস টেনিস কন্যা তিমিয়া বাচ্সিঞ্জকিকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো উইম্বলডনের সেমিতে পা দেন ভেনেজুয়েলার গারবিন মুগুরুজা।

উল্লেখ্য, এখন পর্যন্ত শারাপোভা একবার ও সেরেনা পাঁচবার উইম্বলডনের শিরোপা জিতেছেন। ২০০৪ সালের উইম্বলডন ফাইনালে সেরেনাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা হাতে নেন শারাপোভা।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।