ঢাকা: পেপ গার্দিওলার ব্রাজিলের কোচ হওয়ার ইচ্ছাটা বেশ পুরনো। বলতে গেলে এটি তার কোচিং ক্যারিয়ারের আরাধ্য স্বপ্ন।
২০১৪ ফুটবল বিশ্বকাপের প্রায় দু’বছর আগে দ্বিতীয় মেয়াদে ব্রাজিল ফুটবল দলের কোচের দায়িত্ব নেন লুইস ফেলিপে স্কোলারি। তার অধীনেই ২০০২ বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে সেলেকাওরা।
ব্রাজিল বিশ্বকাপ শুরুর আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন গার্দিওলা। এমন প্রস্তাব ফেলে তা নির্দ্বিধায় গ্রহণ করবেন বলেও তিনি নিশ্চিত করেছিলেন। অবশ্য সিবিএফ এটি নাকচ করে দেয় এবং উল্লেখ করে, ব্রাজিলের ফুটবল ইতিহাসে কোনো বিদেশি কোচ নিয়োগ দেওয়া হয়নি। তাই এমনটি হওয়ার সম্ভাবনাও নেই।
এক সাক্ষাৎকারে আলভেজ বলেন, ‘বিশ্বকাপের আগে গার্দিওলা ব্রাজিলের কোচ হতে চেয়েছিলেন। কিন্তু আমাদের ফুটবল কর্তারা তাতে সাড়া দেয়নি। তিনি ব্রাজিলের নাগরিক না হওয়াতেই সিবিএফ তার ব্যাপারে আগ্রহ দেখায়নি। ’
গার্দিওলার সাবেক শিষ্য আরও বলেন, ‘বিশ্বসেরা কোচদের মধ্যে গার্দিওলা অন্যতম। তার মতো কোচকে আমরা হাতছাড়া করেছি। তিনি নিজেই কোচ হওয়ার আগ্রহ দেখানোয় সিবিএফ আর্থিক দিক থেকেও সমস্যায় পড়ত না। এমন সুযোগ তো আর সব সময় আসবে না। ’
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
আরএম